যারা সোমবার জন্মেছেন তাদের ওপর চন্দ্রের প্রভাব থাকে । তারা আবেগপ্রবণ হন, অন্যদের যত্ন, সেবা তাদের আনন্দ দেয় । এদের জন্য ডাক্তার, নার্স বা শিক্ষকতার কাজ এদের জন্য আদর্শ ।
যারা মঙ্গলবার জন্মেছেন তাদের ওপর মঙ্গলের প্রভাব থাকে । এরা খুবই এনার্জেটিক হন । কর্মক্ষমতাও অন্যদের তুলনায় বেশি থাকে । পুলিস অফিসার, সেনা আধিকারিক বা ফিটনেস এক্সপার্ট হলে এরা উন্নতি করবেন জীবনে ।
advertisement
যদি আপনার জন্মবার হয় বুধবার তাহলে আপনার ওপর সবচেয়ে বেশি প্রভাব বুধের । যেকোনও সৃজনশীল কাজ বা জনসংযোগ এদের জন্য আদর্শ । যদি ঝুঁকি নেওয়ার মনোভাব থাকে তাহলে লেখক, কবি, ফিল্মমেকার হলে এরা জীবনে সফল হবেন ।
যদি আপনার জন্মবার হয় বৃহষ্পতিবার এদের ওপর সবচেয়ে বেশি প্রভাব থাকে বৃহষ্পতির । এই গ্রহ সকলের গুরু । তাই ৯-৫টার চাকরিতে কারও বশ্যতা স্বীকার করা এদের চরিত্রবিরোধী । এরা যেমন সফল ব্যবসায়ী হতে পারেন তেমনই লক্ষ্মীর প্রভাব থাকায় অ্যাকাউন্ট্যান্ট বা আর্থিক বিষয় সংক্রান্ত কোনও চাকরি এদের জন্য ভাল ।
আরও পড়ুন: অফিসে পদোন্নতি হচ্ছে না? বাড়ছে না মাইনে? নিয়মিত পাঠ করুন এই মন্ত্রগুলো--
শুক্রবার যারা জন্মেছেন তাদের ওপর সবচেয়ে বেশি প্রভাব থাকে শুক্রের । এরা খুব শৌখিন হন । এরা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে চায় সবসময় । তাই গতে বাঁধা কেরিয়ারের তুলনায় ওয়েডিং প্ল্যানার বা জুয়েলারি ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার অনায়াসেই হতে পারেন এরা ।
শনিবার জন্ম যাদের তারা খুবই সত্ চরিত্রের মানুষ হন । এরা নিজেদের কেরিয়ার নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করতে চান না । আইনজীবী বা ইঞ্জিনিয়ারের হলে সততার জন্য এরা যেমন উন্নতি করেন, তেমনই জীবনে নিরাপত্তা থাকায় জীবনে খুশিও থাকেন ।
রবিবার জন্মালে সূর্যের প্রভাবে চরিত্র দৃঢ়তা আসে । এরা যেকোনও কাজে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিতে পারেন ।