TRENDING:

Chaitra Navratri 2021: আজ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি, কেন এই উৎসব উদযাপিত হয় জানেন কি?

Last Updated:

বঙ্গে এই উৎসব বাসন্তী দুর্গাপূজা নামে বিখ্যাত, এক্ষেত্রে ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত সায়ুধবাহনে সপরিবারে দেবী দুর্গার আরাধনা করা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সহজ করে বললে নয়টি রাত জুড়ে যে উৎসব উদযাপিত হয়ে থাকে, তাকেই বলা হয় নবরাত্রি। আর তার আগে জুড়ে থাকা চৈত্র শব্দটি কোন সময়ে এই উৎসব উদযাপিত হয়, তার ইঙ্গিত দিচ্ছে। চৈত্র মাসের উৎসব বলে একে বলা হচ্ছে চৈত্র নবরাত্রি। আবার, এই চৈত্র মাস যেহেতু বসন্ত ঋতুর অন্তর্গত, সেই সূত্রে এই উৎসবকে বসন্ত নবরাত্রিও বলা হয়ে থাকে। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয়ে নবমী তিথি পর্যন্ত চলে দেবী দুর্গার নয়টি রূপের বন্দনা। অবশ্য, দেবীকে এই উৎসবের একেক রাতে একেক রূপে উপাসনার রীতি দেশের কিছু অংশে চোখে পড়ে, যেমন, উত্তর ভারতে, মধ্য ভারতে আর দক্ষিণ ভারতের কিছু অংশে। যদি দেশের পূর্ব দিকে তাকানো যায়, তাহলে দেখব যে সেখানে দেবীর নয়টি রূপের উপাসনার বিধি নেই। বঙ্গে এই উৎসব বাসন্তী দুর্গাপূজা নামে বিখ্যাত, এক্ষেত্রে ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত সায়ুধবাহনে সপরিবারে দেবী দুর্গার আরাধনা করা হয়। এছাড়া এই বসন্ত নবরাত্রির নবমী তিথিতে বঙ্গে এবং দেশের কিছু অংশে দেবী অন্নপূর্ণার পূজাও প্রচলিত আছে।
advertisement

বলা হয়, এটিই আদি দুর্গোৎসব! অতীতে বসন্তকাল থেকেই বছর শুরু হত, সেই সূত্রে চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গাপূজা পেয়েছিল আদি শক্তি আরাধনার সম্মান। এছাড়া শরৎকালে দেবীর যে উপাসনা হয়, তাকে বলা হয় শারদ নবরাত্রি। বাঙালির কাছে তা শারদীয়া; অকালবোধন দুর্গোৎসব। পুরাণ মতে, শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন, সেই জন্য সেই সময়ে তাঁদের পূজার প্রচলন নেই। অযোধ্যার রাজপুত্র রাম শরৎকালে দেবী দুর্গার ঘুম ভাঙিয়ে পূজা করেছিলেন, তাই সেই পূজা অকালবোধন নামে পরিচিত। অর্থাৎ আদি বোধনের সময় এই চৈত্র নবরাত্রি। দেশে যাঁরা নবরাত্রি উদযাপন করবেন, তাঁরা উৎসবের প্রথম দিন অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে ঘটস্থাপন করে দেবীর বোধন করেন। বঙ্গে বোধন হয় ষষ্ঠী তিথিতে।

advertisement

শারদীয়া দুর্গাপূজার মতো এই উৎসবেরও নেপথ্যে রয়েছে দেবীর মহিষাসুর বধের কাহিনি। ব্রহ্মা বর দিয়েছিলেন যে মহিষাসুরের মৃত্যু হবে নারীর হাতে। দুর্দান্ত অসুরকে পর্যুদস্ত করতে অতঃপর দেবতাদের সম্মিলিত তেজ থেকে জন্ম নেন দশভুজা দুর্গা, দৈবী অস্ত্রে বলীয়ান হয়ে সিংহপৃষ্ঠে সমরে অবতীর্ণ হন তিনি। একটানা ৯ দিনের যুদ্ধ শেষে দশমী তিথিতে তিনি বধ করেছিলেন অসুরকে, এই দিনটিতে তাই দেবীর উপাসনা হয় অপরাজিতা রূপে, অর্থাৎ যিনি যুদ্ধে কখনই পরাজিত হন না। অন্য দিকে, সর্বভারতীয় স্তরে একেক রাতে দেবীর একেক রূপের আরাধনা করা হয়। সেই রূপগুলি কী এবং তার তাৎপর্যই বা কী, দেখে নেওয়া যাক এক এক করে!

advertisement

১. নবরাত্রির প্রথম রাতে উপাসনা করা হয় দেবী শৈলপুত্রীর। তিনি শৈল অর্থাৎ পর্বতের কন্যা এবং ভগবান শিবের সহধর্মিণী।

২. দ্বিতীয়া তিথিতে পূজিতা হন দেবী ব্রহ্মচারিণী। শিবকে পতিরূপে লাভ করার জন্য এই রূপে তপস্যা করেছিলেন পার্বতী, দেবীর এই রূপ মোক্ষদায়িকা।

৩. তৃতীয়া তিথি দেবী চন্দ্রঘণ্টার উদ্দেশে নিবেদিত, তিনি দান করেন শান্তি এবং সমৃদ্ধি।

advertisement

৪. চতুর্থী তিথিতে পূজা হয় দেবী কুষ্মাণ্ডার, তিনিই সৃষ্টির উৎসস্বরূপা।

৫. পঞ্চমী তিথিতে আরাধনা হয় দেবী স্কন্দমাতার, এই রূপে মা তাঁর সন্তানদের রক্ষা করেন।

৬. ষষ্ঠী তিথিতে আরাধনা হয় দেবী কাত্যায়নীর, তিনি অসীম শক্তির প্রতীক।

৭. সপ্তমী তিথিতে উপাসনা করা হয় দেবী কালরাত্রির, এই দেবী কুপিতা হলেন গ্রাস করেন কালকেও!

advertisement

৮. অষ্টমী তিথিতে অর্ঘ্য নিবেদন করা হয় দেবী মহাগৌরীকে; এঁর কৃপায় বুদ্ধি, বীর্য, স্থৈর্য এবং সুখলাভ হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

৯. নবমী তিথিতে আরাধনা হয় দেবী সিদ্ধিদাত্রীর; তিনি আমাদের সর্ববিধ সাফল্যে পরিপূর্ণ করেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Chaitra Navratri 2021: আজ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি, কেন এই উৎসব উদযাপিত হয় জানেন কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল