ঘটনাটি কী?
ব্রিটিশ ইউটিউবার জর্জ বাকলি ভারত সফরের সময় বারাণসীর উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করছিলেন। সেই সময় কানপুর সেন্ট্রাল স্টেশনে ট্রেনের মাত্র পাঁচ মিনিটের বিরতিতে তিনি খাবার হাতে পেলেন, যা অর্ডার করেছিলেন দুই ঘণ্টা আগে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তিনি ট্রেনের কোচের দরজার কাছে অপেক্ষা করছেন খাবার পাওয়ার জন্য। জর্জ অর্ডার করেছিলেন একটি স্যান্ডউইচ ও মিল্কশেক, আর খাবার পৌঁছে দেন Zomato-র এক ডেলিভারি এজেন্ট। তিনি শুধু খাবারই পৌঁছে দেননি, যাওয়ার আগে ইউটিউবারের সঙ্গে একটি সেলফিও তোলেন।
advertisement
খাবার হাতে পেয়ে জর্জ ও তাঁর ভারতীয় সহযাত্রী তা উপভোগ করেন এসি ফার্স্ট ক্লাস কোচে বসে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন,“The UK needs to take notes.”
তিনি সেই ভারতীয় সহযাত্রীকেও ধন্যবাদ জানান, যিনি তাঁকে অর্ডার করতে সাহায্য করেছিলেন।
“তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল, ভাই,”—লিখেছেন জর্জ।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা মন্তব্যে ভরে ওঠে কমেন্ট সেকশন।
একজন লেখেন, “এটা অসাধারণ!”
আরেকজন মন্তব্য করেন, “ভারতে গ্রাহক পরিষেবা আর সুবিধা সত্যিই দুর্দান্ত।”
একজন বলেন, “তোমার পজিটিভ ভিউ আর এমন অভিজ্ঞতা শেয়ার করাটা দারুণ। হ্যাঁ, খারাপ জিনিস হয় সব দেশেই, কিন্তু এসব ছোট ছোট ভাল মুহূর্তই একটা দেশকে ভালোবাসার কারণ করে তোলে।”
এই ভিডিও যেন এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করল—ভারতের প্রযুক্তি আর আতিথেয়তায় মোহিত এক বিদেশির চোখে ভারত।
