TRENDING:

Viral News: মুম্বই লোকালের চলন্ত ট্রেনে বেলি ডান্স, অভিযোগ গেল পুলিশের কাছে, ভিডিও যদিও ভাইরাল

Last Updated:

Viral News: সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি এক্স সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ম্যাটারজ নামের একটি গ্রুপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেশি দিন আগের ঘটনা নয়। এক ব্যক্তি কুখ্যাত হয়ে পড়েছিলেন রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠা এক ভিডিওর জন্য। সেই ভিডিওয় দেখা যাচ্ছিল মুম্বইয়ের এক লোকাল ট্রেনের কামরা। চলন্ত ট্রেনে ওই ব্যক্তি গলা খুলে লতা মঙ্গেশকরের ‘কাঁটা লাগা’ গেয়ে চলেছিলেন। ধীরে ধীরে তাঁকে ঘিরে ভিড় জমে যায়। এক সময়ে পরিস্থিতি চরমে ওঠে। কিছু বয়স্ক যাত্রীকে ওই গানের তালে চলন্ত ট্রেনে নাচতেও দেখা যায়। এবার ফের যে ভিডিও ভাইরাল হল, তা হার মানিয়েছে কাঁটা লাগা-কেও। এবার আর গান নয়, সরাসরি নাচ। তাও আবার রীতিমতো উত্তেজক বেলি ডান্স।
ছবি: ইনস্টাগ্রাম
ছবি: ইনস্টাগ্রাম
advertisement

সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি এক্স সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ম্যাটারজ নামের একটি গ্রুপ। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তারা আকছার তুলে ধরে শহরের নানা ফুটেজ, অসঙ্গতি নজরে আনার চেষ্টা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এবার তারাই নিয়ে এল মুম্বই লোকালে এই বেলি ডান্সের ভিডিও ফুটেজ।

কয়েক সেকেন্ডের ওই ফুটেজে চলন্ত ট্রেনের দরজার সামনে থেকে এগিয়ে আসতে দেখা যায় নীল পোশাকে সাজা এক সুন্দরীকে। চটুল এক গানের তালে দরজার সামনের রড ধরে তিনি ঘুরে যান, ছন্দোবদ্ধ ভাবে গানের সুরে নিতম্বে কম্পন তোলেন তিনি। ঘুরে যান রড ধরে আবার, কয়েক সেকেন্ডেই হিপহপ, পোল ডান্স হয়ে বেলি ডান্সে দেখিয়ে দেন নিজের দক্ষতা।

advertisement

অজ্ঞাতনামা এই নারীর নৃত্যকুশলতা প্রশ্নাতীত, তবে মুম্বই লোকালে নাচার ব্যাপারটা নয়। স্বাভাবিক ভাবেই মুম্বই ম্যাটারজ ভিডিও পোস্ট করে তাতে ট্যাগ করেছে মুম্বই পুলিশকে। জানিয়েছে যে ঘটনাটি খুব সম্ভবত ঘটেছে স্যান্ডহার্স্ট রোড থেকে মসজিদ স্টেশনের মাঝামাঝি কোথাও। মুম্বই পুলিশ পরের ধাপে ভিডিওটিতে ট্যাগ করেছে মুম্বই রেলওয়ে পুলিশ কমিশনারকে, অনুরোধ জানিয়েছে বিষয়টি তদন্তের। সোশ্যাল মিডিয়া ইউজাররাও তীব্র নিন্দা করেছেন এই ভিডিওর, উত্তেজক তো অনেক পরের ব্যাপার, যাত্রীবাহী যান আর যা-ই হোক, নাচার জায়গা হতে পারে না।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

তবে, সব মিলিয়ে মুম্বই লোকাল আপাতত জমজমাট। এর আগে রিল বানানোর জন্য, নাচার জন্য দিল্লি মেট্রো প্রায়শই উঠে আসত খবরের শিরোনামে। এখন সেই জায়গা নিয়েছে মুম্বইয়ের লোকাল ট্রেন। এখন দেখার, কতদিনে এই উপদ্রব কমে!

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: মুম্বই লোকালের চলন্ত ট্রেনে বেলি ডান্স, অভিযোগ গেল পুলিশের কাছে, ভিডিও যদিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল