সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি এক্স সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ম্যাটারজ নামের একটি গ্রুপ। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তারা আকছার তুলে ধরে শহরের নানা ফুটেজ, অসঙ্গতি নজরে আনার চেষ্টা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এবার তারাই নিয়ে এল মুম্বই লোকালে এই বেলি ডান্সের ভিডিও ফুটেজ।
কয়েক সেকেন্ডের ওই ফুটেজে চলন্ত ট্রেনের দরজার সামনে থেকে এগিয়ে আসতে দেখা যায় নীল পোশাকে সাজা এক সুন্দরীকে। চটুল এক গানের তালে দরজার সামনের রড ধরে তিনি ঘুরে যান, ছন্দোবদ্ধ ভাবে গানের সুরে নিতম্বে কম্পন তোলেন তিনি। ঘুরে যান রড ধরে আবার, কয়েক সেকেন্ডেই হিপহপ, পোল ডান্স হয়ে বেলি ডান্সে দেখিয়ে দেন নিজের দক্ষতা।
advertisement
অজ্ঞাতনামা এই নারীর নৃত্যকুশলতা প্রশ্নাতীত, তবে মুম্বই লোকালে নাচার ব্যাপারটা নয়। স্বাভাবিক ভাবেই মুম্বই ম্যাটারজ ভিডিও পোস্ট করে তাতে ট্যাগ করেছে মুম্বই পুলিশকে। জানিয়েছে যে ঘটনাটি খুব সম্ভবত ঘটেছে স্যান্ডহার্স্ট রোড থেকে মসজিদ স্টেশনের মাঝামাঝি কোথাও। মুম্বই পুলিশ পরের ধাপে ভিডিওটিতে ট্যাগ করেছে মুম্বই রেলওয়ে পুলিশ কমিশনারকে, অনুরোধ জানিয়েছে বিষয়টি তদন্তের। সোশ্যাল মিডিয়া ইউজাররাও তীব্র নিন্দা করেছেন এই ভিডিওর, উত্তেজক তো অনেক পরের ব্যাপার, যাত্রীবাহী যান আর যা-ই হোক, নাচার জায়গা হতে পারে না।
তবে, সব মিলিয়ে মুম্বই লোকাল আপাতত জমজমাট। এর আগে রিল বানানোর জন্য, নাচার জন্য দিল্লি মেট্রো প্রায়শই উঠে আসত খবরের শিরোনামে। এখন সেই জায়গা নিয়েছে মুম্বইয়ের লোকাল ট্রেন। এখন দেখার, কতদিনে এই উপদ্রব কমে!