TRENDING:

ভিড় লোকাল ট্রেনেই গরবা নাচে মাতলেন মহিলারা! উৎসবের মরশুমে ভাইরাল সেই ভিডিও

Last Updated:

ট্যুইটারে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে মুম্বই রেলওয়ে ইউজার নামে একটি পেজ থেকে। জানা গিয়েছে, কল্যাণ থেকে রওনা হওয়া সকাল ১০টা ০২ মিনিটের লোকাল ট্রেনেই তৈরি হয়েছে এই আকর্ষণীয় মুহূর্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: উৎসবের মরশুম তো শুরু হয়েই গিয়েছে। আমবাঙালি মেতেছে দুর্গাপুজোয়। আবার দেশের অন্যান্য অংশের মানুষ মেতে উঠেছে নবরাত্রির আনন্দে। চারপাশে শুধু আনন্দ আর হাসির বন্যা। আর সেই আমেজরই প্রতিফলন দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তেও। এই তো সে-দিন মেরিন ড্রাইভে গরবা করতে দেখা গেল এক দল মানুষকে! উৎসাহের সঙ্গে নবরাত্রি উপলক্ষে গরবা নাচছেন অনন্দোজ্জ্বল মানুষগুলো। এই আনন্দঘন মুহূর্তের ছবিই আমরা দেখেছি। তবে এ-বার সেই আনন্দের ঢেউই যেন এসে পৌঁছল মুম্বইয়ের লোকাল ট্রেনেও!
advertisement

একটি ভাইরাল ভিডিওতে ভেসে উঠছে মুম্বইয়ের লোকাল ট্রেনের এক অসাধারণ মুহূর্ত। সেখানে দেখা যাচ্ছে, ভিড়ে ঠাসা ট্রেনের মহিলা কামরা। আর সেখানেই গোল করে গরবায় মেতেছেন মহিলারা। সঙ্গে গাইছেন গানও। আর বাকি যাঁরা গরবায় যোগ দিতে পারেননি, তাঁরা উৎসাহ দিচ্ছেন এবং মোবাইলের ক্যামেরায় বন্দি করে নিচ্ছেন উৎসবের আনন্দের এই টুকরো মুহূর্তকে। সঙ্গে থেকে থেকে উঠছে হাসির রোল!

advertisement

আরও পড়ুন: ছেলে কোলে ই-রিকসা চালিয়ে রোজগার, ২৭-এর সিঙ্গল মাদারের গল্পে চোখে জল আসবে

ট্যুইটারে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে মুম্বই রেলওয়ে ইউজার নামে একটি পেজ থেকে। জানা গিয়েছে, কল্যাণ থেকে রওনা হওয়া সকাল ১০টা ০২ মিনিটের লোকাল ট্রেনেই তৈরি হয়েছে এই আকর্ষণীয় মুহূর্ত। যা নিঃসন্দেহে নেটপাড়ার নাগরিকদের মনে আলাদাই জায়গা করে নিয়েছে। আর শেয়ার হওয়ার পরেই তা চোখের নিমেষে ভাইরালও হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এক লক্ষেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। আর উপচে পড়েছে ভালোবাসাও।

advertisement

এক নেটিজেন তো লিখেছেন, “এটা তাঁদের জন্য, যাঁরা ভাবেন মুম্বইকে কেন এত মানুষ ভালোবাসে! আসলে মুম্বইয়ের একটা রঙিন দিক রয়েছে। আর ছোট্ট ছোট্ট আনন্দের জন্য জায়গাটা কোনও বড় ব্যাপারই নয়।”

advertisement

আরও পড়ুন: ছোট্ট মেয়ের জন্য সাইকেলে অভিনব সংযোজন, মায়ের সৃজনকে কুর্নিশ নেটদুনিয়ায়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আর এক জন নেটাগরিক আবার লিখছেন, “মুম্বই এখন পুরোপুরি নবরাত্রির মেজাজে চলে গিয়েছে।” আবার এক জন নেটিজেন খানিক আশ্চর্য ভঙ্গিতেই লিখেছেন, “লোকাল ট্রেনে গরবা! মুম্বইকররা সত্যিই উদ্ভাবনী! আর কথায় আছে না, সময়ের অভাবই সমস্ত আবিষ্কারের জননী!” এর পাশাপাশি আর এক নেটদুনিয়ার বাসিন্দার বক্তব্য, “আসলে আজকাল যাতায়াতেই বোধহয় মানুষের সবথেকে বেশি সময় চলে যায়। তাই তারা সেখানেই একটা সামাজিক জীবন তৈরি করে এবং তার মধ্যেই বাঁচতে শুরু করে!” আবার এক নেটাগরিক বলছেন, “সত্যিই এই দৃশ্য দেখে মন ভরে যায়। তবে অন্যান্য মহিলা, যাঁরা গরবার জন্য নিজেদের জায়গা ছেড়ে সরে দাঁড়িয়েছেন, তাঁদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ!”

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভিড় লোকাল ট্রেনেই গরবা নাচে মাতলেন মহিলারা! উৎসবের মরশুমে ভাইরাল সেই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল