যদিও এনআরসি অধিকর্তারা জানিয়েছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই । তালিকা থেকে বাদ পড়া বাসিন্দারা পুনরায় নাগরিকত্বের দাবি জানিয়ে আবেদন করতে পারবেন । অনলাইনে অথবা এনআরসি সেবা কেন্দ্রে আবেদন করতে পারবেন তাঁরা । সেই আবেদনগুলি বিবেচনা করে আরও একটি তালিকা প্রকাশ করা হবে ডিসেম্বর মাসে । এনআরসি কর্তারা জানিয়েছেন যাদের নাম তালিকায় নেই তাঁদের প্রত্যেককে আবেদন করার বার্তা দিয়ে একটি চিঠি দেওয়া হবে । অগস্ট ৭ থেকে তাঁরা নাম না থাকার কারণও জানতে পারবেন । সঠিক নথিসমূহ নিয়ে আবেদন করলে তালিকায় নাম উঠবে, আশ্বস্ত করেছেন এনআরসি কর্তারা ।
advertisement
কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে অসম সহ উত্তর-পূর্বের সবকটি রাজ্য । গুয়াহাটি পুলিশ কমিশনার হিরেন নাথ জানিয়েছেন, এই কার্যসূচী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জারি থাকবে নিরাপত্তা । ধুবরি, গোলাঘাট সহ অসমের সাতটি জেলায় জারি হয়েছে ১৪৪ ধারা ।