আরও পড়ুন: পুলিশ ওদের হোটেলে রাখতে চাইছে, ওরা হোটেলে যাবে না: মমতা
যারা ঠিকানা বদল করেছেন বা যাদের ভ্যালিড অ্যাড্রেস প্রুফ নেয় তারা একটি গোপন পিন নম্বরের মাধ্যমে সহজে আধার কার্ডে নিজের ঠিকানা আপডেট করতে পারবেন ৷ পরের বছরের ১ এপ্রিল থেকে নতুন এই পরিষেবা চালু করা হতে চলেছে ৷
advertisement
আরও পড়ুন: অসমে গৃহযুদ্ধ বাধাতে গেছে তৃণমূল, তাই আটকানো হয়েছে, দাবি দিলীপের
UIDAI এর তরফে জানানো হয়েছে যে যাদের কাছে অ্যাড্রেস প্রুফ নেই তারা ভেরিফিকেশনের জন্য আধার লেটারের আবেদন জানাতে পারবেন ৷ লেটার একটি পিন নম্বর থাকবে ৷ চারটি নম্বরের এই পিন দিয়ে SSUP অনলাইন পোর্টালে গিয়ে সহজেই আধার কার্ডে ঠিকানা আপডেট করা যাবে ৷ পরের বছরের পয়লা জানুয়ারি থেকে পরীক্ষামূলক ভাবে চালু করা হবে এই পরিষেবা ৷
আরও পড়ুন: ৪০ লাখ মানুষের ঠিকানা কি এবার ডিটেনশন সেন্টার? নতুন ভবন তৈরি করছে কেন্দ্র