TRENDING:

মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যেতে চাই! কংগ্রেস-জেডিএস জোট সরকার নিয়ে বিস্ফোরক কুমারস্বামী

Last Updated:

লোকসভা নির্বাচনের আগে এবার কর্ণাটকের বিরোধী শিবিরের কপালে চিন্তার ভাঁজ ! কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর গলাতেই বিরক্তির সুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু:  লোকসভা নির্বাচনের আগে এবার কর্ণাটকের বিরোধী শিবিরের কপালে চিন্তার ভাঁজ ! কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর গলাতেই বিরক্তির সুর ৷ শনিবার বেঙ্গালুরুর সেশাদ্রিপুরমের একটি অনুষ্ঠানে এইচ ডি কুমারস্বামী বলেন, ‘আমাকে মুখ্যমন্ত্রীর পদে পেয়ে রাজ্যবাসী খুশি ঠিকই ৷ কিন্তু আমি একেবারেই খুশি নই এই পদের দায়িত্ব পেয়ে ৷’
advertisement

প্রসঙ্গত, রাজ্যের কৃষকদের কৃষিঋণ নিয়ে বড়সড় ঘোষণা করে কুমারস্বামী সরকার ৷ রাজ্যের কৃষকদের ২ লক্ষ টাকা অবধি কৃষিঋণের ঘোষণা করা হয় ৷ এর পাশাপাশি কৃষিঋণ মুকুব নিয়েও একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ সেই কারণেই দলের তরফ থেকে কুমারস্বামীকে অভিনন্দন জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই কুমারস্বামী আবেগপ্রবণ হয়ে বলেন, ‘ভগবান বিশ্বকান্তের মত আমি নীলকন্ঠ বিষ পান করছি ৷ আপনারা খুশি আমি জানি আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে ৷ কিন্তু আমি অখুশি ৷ জোট সরকারে থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে আমি আর চাইনা ৷ বিশ্বনাথের মত এই জোট সরকারের বিষ গিলতে হচ্ছে আমাকে ৷’

advertisement

কুমারস্বামী আরও বলেন, ‘ক্ষমতায় আসার আগে আমি মনে প্রাণে চেয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হতে ৷ কিন্তু আমি চাইনা আর মুখ্যমন্ত্রীর পদে থাকতে ৷ যদি কোনও সুযোগ পাই তাহলে আমি এই পদ থেকে সরে আসতে চাই ৷’ কিন্তু কেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে এত অসন্তোষ প্রকাশ করলেন কুমারস্বামী ? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ্যের মানুষ আমার দলকে ভোট দেননি ৷ তাই আমি সংখ্যাগরিষ্ঠতা পাইনি ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

কর্নাটক বিধানসভা ভোটে কোনও দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু একক বৃহত্তম দল বিজেপিকে ঠেকাতে কংগ্রেস-জেডিএস ভোটের ফল বার হওয়ার পর জোট বেঁধে সরকারে আসে। কংগ্রেস বেশি আসন পেলেও জেডিএসকে মুখ্যমন্ত্রীর আসন গ্রহণের প্রস্তাব দেয় কংগ্রেস ৷ তবে, লোকসভা নির্বাচনের আগেই কি তবে বিরোধী জোটে ভাঙনের সুর ? সেই নিয়েই এখন জল্পনা তুঙ্গে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যেতে চাই! কংগ্রেস-জেডিএস জোট সরকার নিয়ে বিস্ফোরক কুমারস্বামী