TRENDING:

সোনমের বিয়ের আসর বসতে চলেছে এ দেশেই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কিছুদিন আগেই মারা গিয়েছেন জেঠিমা ৷ সেই শোকের ছায়া কাটিয়ে ধীরে ধীরে কাপুর মেনশনে আনন্দের রং লাগতে শুরু করেছে কাপুর মেনশনে ৷ হাতে মাত্র আর কয়েকটা দিন ৷ এরপরেই বহুদিনের বন্ধু আনন্দ আহুজার সঙ্গে বিয়ে সারতে চলেছেন অনিল-কন্যা সোনম কাপুর ৷ সেই নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কাপুর ফ্যামিলিতে ৷
advertisement

বি-টাউনের মোস্ট ফ্যাশানিস্তার বিয়ে বলে কথা! চর্চা তো হবেই ৷ সোনমের বিয়ে নিয়ে রোজই সামনে আসছে নতুন নতুন খবর ৷

কিছুদিন আগে শোনা গিয়েছিল, জেনিভায় বসতে চলেছে সোনম-আনন্দের বিয়ের আসর ৷ তবে শোনা যাচ্ছে বিদেশের মাটিতে নয় ৷ এ দেশেই বিয়ে করতে চলেছেন এই ‘লাভ-বার্ডস’ ৷ মুম্বই মিররের রিপোর্ট বলছে, ৭ এবং ৮ এপ্রিল এক এলাহি বিয়ের অনুষ্ঠানে সাক্ষী থাকতে চলেছে এ দেশ ৷ মেহেন্দি, সঙ্গীত আর বিয়ের অনুষ্ঠান হতে চলেছে বিভিন্ন জায়গায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

শোনা যাচ্ছে, সাহারে সোনমের বেস্ট ফ্রেন্ড সমযুক্তা নায়ারের পাঁচতারা হোটেল ‘দ্য লীলা’য় বসতে সঙ্গীতের অনুষ্ঠান ৷ আর গোটা অনুষ্ঠানের কোরিওগ্রাফি করছেন ফারহা খান ৷ এরপর মেহেন্দি অনুষ্ঠান হবে বান্দ্রায় সোনমের ৩৫ কোটি টাকার অ্যাপার্টমেন্টে ৷ আর বিয়ের আসর বসতে চলেছে সোনমের মাসি কবিতা সিংয়ের হেরিটেজ ম্যানশনে ৷ যেটি রয়েছে শাহরখের বাঙ্গলো ‘মন্নত’-এর খুব কাছেই ৷ শোনা যাচ্ছে ৫৫ হাজার স্ক্যোয়ার ফুট এলাকার উপর রয়েছে এই ম্যানশন ৷ আর সেই জায়গাটিকে দারুণ ভাবে সাজিয়ে তোলা হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সোনমের বিয়ের আসর বসতে চলেছে এ দেশেই