TRENDING:

HR-কে 'বাংলাদেশি' বলে চাকরি থেকে ছাঁটাই! শিলিগুড়িতে অভিযুক্ত বেসরকারি সংস্থার নথি চেয়ে পাঠালেন মেয়র

Last Updated:

'বাংলাদেশি' তকমা দিয়ে এবার শিলিগুড়িতে একটি বেসরকারী চা কারবারি সংস্থার এইচআর-কে ছাঁটাইয়ের অভিযোগ উঠল! এমনকী সংশ্লিষ্ট সংস্থার অন্য কর্মীদের দিয়ে ওই এইচআর-কে মারধোরেরও অভিযোগ। ঘটনা গত ৩রা সেপ্টেম্বরের। আর ছাঁটাইয়ের নোটিশ পান গত ৪ সেপ্টেম্বর। এমনকী পুলিশ অভিযোগ নেয়নি বলেও অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ‘বাংলাদেশি’ তকমা দিয়ে এবার শিলিগুড়িতে একটি বেসরকারী চা কারবারি সংস্থার এইচআর-কে ছাঁটাইয়ের অভিযোগ উঠল! এমনকী সংশ্লিষ্ট সংস্থার অন্য কর্মীদের দিয়ে ওই এইচআর-কে মারধোরেরও অভিযোগ। ঘটনা গত ৩রা সেপ্টেম্বরের। আর ছাঁটাইয়ের নোটিশ পান গত ৪ সেপ্টেম্বর। এমনকী পুলিশ অভিযোগ নেয়নি বলেও অভিযোগ।
'বাংলাদেশি' তকমা দিয়ে এইচআর ছাঁটাই
'বাংলাদেশি' তকমা দিয়ে এইচআর ছাঁটাই
advertisement

নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ওই কর্মী অভিষেক সেনগুপ্ত গতকাল “টক টু মেয়রে” ফোন করে নালিশ জানান। এবং এর বিচার চেয়েছেন। মেয়র গতকালই তাঁকে ফোনে আশ্বস্ত করেন, “গুরুতর অভিযোগ। দুর্ভাগ্যজনক এবং এমন অভিযোগ আগে কখনও পাননি” বলে জানান। মেয়র পুরো নথি, অভিযোগের কপি চেয়ে পাঠিয়েছেন। কাল সোমবার মেয়র অভিযোগকারী ব্যক্তির সঙ্গে দেখা করবেন। এদিকে মেয়রের কাছে নালিশ জানানোর পর অভিযোগ নিয়েছে পুলিশ। অন্যদিকে, সংশ্লিষ্ট সংস্থার অন্যতম কর্তা নিকুঞ্জ বনসলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি “থ্যাঙ্ক ইউ” বলে কল কেটে দেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
HR-কে 'বাংলাদেশি' বলে চাকরি থেকে ছাঁটাই! শিলিগুড়িতে অভিযুক্ত বেসরকারি সংস্থার নথি চেয়ে পাঠালেন মেয়র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল