জানা গিয়েছে দামি নামডক মাই পার্পল আমটি রং ধরলেই সম্পূর্ণ বদলে যাবে। এর এক একটির দাম প্রায় ৩ লক্ষ টাকা! শুধু এই আম নয়, লোচা দেবের বাগানে রয়েছে মোট ৭২ প্রজাতির আম গাছ। এর মধ্যে ১৫ টি দেশীয় প্রজাতির। বাকিগুলো বিদেশী প্রজাতির। লোচাবাবু আলিপুরদুয়ার স্টেশনের রেল কর্মী। নেশা বাগানের। তাঁর বাড়িতে ঢুকলে মনে হতেই পারে মালদহর কোনও আম বাগানে প্রবেশ করেছেন।
advertisement
আরও পড়ুন: মর্নিং ওয়ার্ক থেকে ফেরা হল না বাড়ি, ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
আম নিয়ে তাঁর এমন শখ প্রসঙ্গে লোচা দেব জানান, মিয়াজাকির পর নামডক মাই পার্পল আকর্ষণ করবে সকলকে। সকালে অফিস যাওয়ার আগে এবং বিকেলে অফিস থেকে ফিরে আম বাগানের যত্ন আত্তি করেন বলে জানান।
আলিপুরদুয়ার শহরের পল্লী মঙ্গল ক্লাবের পাশে বাড়ি লোচা দেবের। ডিআরএম অফিসে কাজ করার পাশাপাশি বাগানের শখ তাঁর বহুদিনের। তবে বাগানে একরকম আম থাকলেও সেগুলো তিনি বিক্রি করেন না। বরং আম হলে তিনি আশেপাশের মানুষকে ভাগ করে বিলিয়ে দেন।
অনন্যা দে