মৃত শিশুর নাম আফরিন পারভিন (৯)। তার বাবা আব্দুল আজিজ পেশায় রাজমিস্ত্রি। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন তিনি। রোজকার মতো রবিবার সকালেও কাজে বেরিয়ে যান আব্দুল। আর সেই সুযোগেই ঘটে যায় মর্মান্তিক কাণ্ড।
ইঞ্জিন সারানো হয়েছিল সদ্য! ত্রুটি প্লেনের নয়…১৯ জন মৃত যাত্রীর DNA টেস্টের পর বড় তথ্য ফাঁস!
advertisement
ইউটিউব দেখে খেলনা গাড়ি বানাতে গিয়ে এ কী সর্বনাশ মেধাবী কিশোরের! আর্ত চিৎকার মায়ের…নিমেষেই সব শেষ!
অভিযোগ, দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদাসম্পন্ন মেয়ে আফরিনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন তার মা রিম্পা বিবি। প্রতিবেশীরা জানান, আফরিনের বিশেষ চাহিদার জন্য দীর্ঘদিন ধরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মা। তবে তা যে এমন ভয়ঙ্কর পরিণতি নেবে, ভাবতে পারেননি কেউই।
ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য। অভিযুক্ত রিম্পা বিবিকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।