আরও পড়ুনঃ সিকিমে প্রবল তুষারপাতে আটকে পর্যটকরা, ৫০০ জনকে উদ্ধার; শয়ে শয়ে আটকে গাড়ি
অর্থাৎ, আগামীকাল শুক্রবারের জন্য এই অফারটি পিভিআর আইনক্সের সমস্ত সিনেমাহলের ক্ষেত্রে বৈধ থাকতে চলেছে। সিনেমাপ্রেমীরা এই দিনে মাত্র ৯৯ টাকা দিয়ে টিকিট কেটে নিজেদের পছন্দের সিনেমা দেখতে পারবেন।রেগুলার সিটের জন্য ৯৯ টাকা দামে টিকিটের সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই এই ছাড়ের সুবিধাটি চালু করে দেওয়া হয়েছে। অর্থাৎ, এই ছাড়ের সুবিধা সহ টিকিট কাটতে ইচ্ছুক ব্যক্তিরা এখনই মাত্র 99 টাকার বিনিময়ে পছন্দের সিনেমার টিকিট বুক করতে পারবেন। তবে শুধুই শুক্রবারের জন্য।
advertisement
শিলিগুড়ি একটি বেসরকারি শপিং মলে অবস্থিত আইনক্স এর ম্যানেজার সায়ক পাল জানিয়েছেন, “সিনেমা ভারতীয় দর্শকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। সিনেমার সঙ্গে মানুষের আবেগ জড়িত। আমরা ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ –এর সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা লাভার্স ডে উদযাপন করতে চলেছি। এই উদযাপন কে কেন্দ্র করে আমরা এখন থেকেই একটি অতুলনীয় উৎসাহ বোধ করছি। গ্রাহকদের থেকে ভালো সাড়া পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”
অনির্বাণ রায়