TRENDING:

Fake Currency Recovered: হুবহু এক...! গুচ্ছ গুচ্ছ ৫০০ টাকার নোট! লাখ টাকার জাল নোট-সহ পুলিশের জালে দুই কারবারি

Last Updated:

Fake Currency Recovered: মালদহে ফের জাল নোট উদ্ধার। কালিয়াচক থানার চরিঅনন্তপুরের সারদাহ মোড় এলাকা থেকে ৯৮ হাজার পাঁচশো  টাকার জালনোট -সহ দুইজনকে গ্রেফতার করল এস টি এফ। সোমবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মালদহে ফের জাল নোট উদ্ধার। কালিয়াচক থানার চরিঅনন্তপুরের সারদাহ মোড় এলাকা থেকে ৯৮ হাজার পাঁচশো  টাকার জালনোট -সহ দুইজনকে গ্রেফতার করল এস টি এফ। সোমবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়।
মালদহে আবারও উদ্ধার জাল নোট
মালদহে আবারও উদ্ধার জাল নোট
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোর্স মারফত খবর পেয়ে সোমবার ভোর রাতে এস টি এফ- এর দল কালিয়াচক থানার চুরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের সারদাহ মোড় এলাকায় হানা দেয়। আগাম পাওয়া খবর অনুযায়ী, সেখানে মোটর সাইকেল সমেত দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন এফ টি এফ এর দল। এরপরেই তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৯৮ হাজার পাঁচশো টাকার ভারতীয় জাল নোট।

advertisement

উদ্ধার হওয়া টাকার সবই পাঁচশোর নোট। এরপর তাদেরকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় সঙ্গে থাকা মোটরবাইক। সোমবার ধৃত দুই জনকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় এস টি এফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের একজনের নাম ইনজামুল হক। তার বাড়ি মোহব্বতপুর এলাকায়। অন্যজন মানিক শেখ, কালিয়াচকের কামাত এলাকার বাসিন্দা। দুইজনের বয়স আনুমানিক ২২-২৩ বছর।

advertisement

দুষ্কৃতীরা এই জাল টাকাগুলি কোথা থেকে এনেছে? কোথায় এই টাকা পাচার করা হচ্ছিল? এই ঘটনায় আর কে কে জড়িত তার খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। সোমবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে পেশ করা হয়। আদালত দুইজনকেই পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

মাঝে বেশ কিছুদিন কার্যত বন্ধ থাকার পর ফের জালনোট উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ। এদিন ধৃত দুই যুবক ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। পুলিশের সন্দেহ সীমান্তের ওপার থেকেও জাল নোট এসে থাকতে পারে। ধৃতরা জাল নোট পাচার চক্রের ক্যারিয়ার হিসেবে কাজ করত বলেও সন্দেহ পুলিশের। ধৃতদের জেরা করে জাল নোট পাচার সংক্রান্ত নতুন তথ্য জানার চেষ্টা হবে বলে জানিয়েছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fake Currency Recovered: হুবহু এক...! গুচ্ছ গুচ্ছ ৫০০ টাকার নোট! লাখ টাকার জাল নোট-সহ পুলিশের জালে দুই কারবারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল