TRENDING:

খাতা কলমের দোকানের আড়ালে গোপনে বিক্রি হচ্ছে নেউলের লোম দিয়ে তৈরি দুর্মূল্য তুলি !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার:  খাতা কলমের দোকানের আড়ালে গোপনে বিক্রি হচ্ছে নেউলের লোম দিয়ে তৈরি দুর্মূল্য তুলি। গোপন সূত্রে খবর পেয়ে, জলপাইগুড়ি শহরের এক দোকানে হানা দিয়ে প্রচুর সংখ্যক তুলি বাজেয়াপ্ত করল গরুমারা বন্যপ্রাণী বিভাগ। সহকারি বনাধিকারিক রাজু সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক এবং এক কর্মীকে আটক করা হয়েছে।
advertisement

সহকারি বনাধিকারিক জানান, '' নেউল বা মঙ্গুজ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সিডিউল ২ তালিকাভুক্ত প্রাণী। বাঘ শিকারের মতোই সমান অপরাধ নেউল শিকার করা। কোথা থেকে এই তুলি আসছে জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। বন্যপ্রাণী শিকার, পাচার এবং দেহাংশ ব্যবহার রুখতে গোটা দেশ জুড়ে এই অভিযান শুরু হয়েছে।''

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন-ধূপগুড়িতে রেলের কাজে জলঢাকা নদীর অবৈধ বালি

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
খাতা কলমের দোকানের আড়ালে গোপনে বিক্রি হচ্ছে নেউলের লোম দিয়ে তৈরি দুর্মূল্য তুলি !