দিনে দুপুরে শহরের ব্যস্ততম রাস্তায় একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনায় ত্রস্ত হয়েছিল শহরবাসী। কিছুদিন আগেই জলপাইগুড়ির কদমতলা এলাকায় ভরদুপুরে এক মহিলার গলার সোনার হার ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীর দল। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত ও জোরদার করতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং সদর ট্রাফিক পুলিশের সহযোগিতায় শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। নজরদারি রাখার জন্য একটি কন্ট্রোল রুমও করা হয়েছে। সেই কন্ট্রোল রুম থেকেই শহরের সমস্ত এলাকায় নজরদারি রাখা হবে।
advertisement
আরও পড়ুন: ভোটে ফ্লেক্স-ব্যানারের প্রচার অনেক হল, এবার চোখ রাখুন এই মাধ্যমে
যানজট হোক কিংবা অসামাজিক কাজ ২৪ ঘণ্টা পুলিশের নজরদারিতে থাকবে শহর। এই বিষয়ে জলপাইগুড়ির এসপি উমেশ গণপত খন্ডবহালে জানান, শহরে দিনের পর দিন চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। তাই শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং শহরকে দুষ্কৃতিমুক্ত করতে শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে করে শহরে কড়া নজরদারি চালানো সম্ভব হবে এবং দুষ্কৃতীদের অসমাজিক কাজ রোখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি আমজনতা।
সুরজিৎ দে