আরও পড়ুনঃ আর লাগবে না দুধ-চিনি, সস্তার মশলার ‘স্পেশ্যাল চা’-খেলেই হবে কামাল! সর্দি-কাশি পালাবে বাপ বাপ বলে…
জানা গিয়েছে, অঙ্কিতা প্রথমে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফিরে এসেছিলেন। রাতে বন্ধুদের নিয়ে ওঠেন টুমলিঙে একটি হোমস্টে-তে। রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা প্রথমে তাঁকে নিয়ে যান সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
advertisement
আরও পড়ুনঃ ওজন বেড়ে সাইজ XS থেকে XL? ‘এই’ ম্যাজিক পনীয় গলাবে কেজি কেজি মেদ! চোখের নিমষে ছিপছিপে রোগা
তারপর, যুবতীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর সঠিক কারণ অবশ্য এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান শ্বাসকষ্টজনীত কারণেই মৃত্যু। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে।