TRENDING:

Coronation Bridge Collapse Video: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিখ্যাত করোনেশন ব্রিজ? ভাইরাল ভয়ঙ্কর ভিডিও, জানুন আসলে কী ঘটেছে

Last Updated:

সত্যিই করোনেশন ব্রিজ ভেঙে পড়েছে কি না, তা নিয়ে শুরু হয় তুমুল জল্পনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধুরী, ডুয়ার্স: ভেঙে পড়ছে দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়ির সংযোগকারী সেবকের বিখ্যাত করোনেশন ব্রিজ৷ গত কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এমনই একটি ভয়ঙ্কর ভিডিও৷ যে ভিডিও দেখলে ভয় লাগবেই৷ বিশেষত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে৷ সত্যিই করোনেশন ব্রিজ ভেঙে পড়েছে কি না, তা নিয়ে শুরু হয় তুমুল জল্পনা৷
করোনেশন ব্রিজ নিয়ে আতঙ্ক৷
করোনেশন ব্রিজ নিয়ে আতঙ্ক৷
advertisement

বিষয়টি নজরে আসতেই তৎপর হয় পুলিশও৷ শেষ পর্যন্ত জানা যায়, গোটা ভিডিওটিই তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির সাহায্যে৷ একটি ভুয়ো ভিডিও এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পঞ্চম ওরাও ওরফে রাহুল কুজুরের নামে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।



advertisement

ঘটনাটি সামনে আসতেই ডুয়ার্স ফোরামের সদস্য সমাজসেবী দেবজিত সরকার জেলা পুলিশ ও নাগরাকাটা থানায় এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

প্রশাসনের একাধিক আধিকারিক জানিয়েছেন, এআই-এর অপব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানোয় সামাজিক স্থিতি বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এই ধরনের ভুয়ো প্রচারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জলপাইগুড়ির পুলিশ সুপার খণ্ডবহলে উমেশ গণপতও জানিয়েছেন, কে বা কারা এই ভুয়ো ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়ে আতঙ্ক তৈরি করল, তা খুঁজে বের করা হচ্ছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coronation Bridge Collapse Video: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিখ্যাত করোনেশন ব্রিজ? ভাইরাল ভয়ঙ্কর ভিডিও, জানুন আসলে কী ঘটেছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল