TRENDING:

২০০ বছরের ঐতিহ্যবাহী পুলিশ অফিস সরানো হচ্ছে মালদা আদালত চত্বর থেকে !

Last Updated:

১৮৩১ সালে মালদা আদালত চত্বরে একটি ভবনে শুরু হয়েছিল জেলার পুলিশ অফিসের কাজকর্ম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: মালদহে বদলাচ্ছে ব্রিটিশ আমলের তৈরি জেলা পুলিশ অফিস। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী পুলিশ অফিস সরছে মালদা আদালত চত্বর থেকে। মালদা আদালত সম্প্রসারণের জন্য এর আগে জেলা পুলিশ অফিস সরানোর কথা বলা হয়েছিল। এর জেরেই আপাতত অস্থায়ী ঠিকানায় সরছে পুলিশ অফিস।  পাশাপাশি স্থায়ী ভাবে জেলা পুলিশ অফিস গড়ে তুলতে বিকল্প জমি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। ১৮৩১ সালে মালদা আদালত চত্বরে একটি ভবনে শুরু হয়েছিল জেলার পুলিশ অফিসের কাজকর্ম। সেই সময় বিহারের পূর্নিয়ার অংশ ছিল  মালদহ।
advertisement

এরপর প্রাক স্বাধীনতার আমলে মালদহ ছিল রাজশাহী জেলার অন্তগর্ত। নতুন পুলিশ জেলা গঠিত হওয়ার পর ১৮৩১ সালে মালদহে প্রথম পুলিশ সুপার হন এস,ডি ট্রেলর। এরপর থেকে বিগত প্রায় ১৯০  বছর ধরে মালদহে পুলিশ অফিসের কাজ চলছিল আদালত চত্বরের দ্বিতল ভবনে। বর্তমানে জেলায় পুলিশের পরিসর ও কাজের পরিধি অনেটাই বেড়েছে। বর্তমানে জেলায় পুলিশ থানা রয়েছে ১৬ টি। এছাড়া ফাঁড়ি ও আউট পোষ্ট রয়েছে আরও ১৪ টি। জেলায় পুলিশ সুপার  ছাড়াও রয়েছেন দুইজন অতিরিক্ত পুলিশ সুপার। ছয়জন ডেপুটি পুলিশ সুপার মর্যাদার আধিকারিক। এছাড়া ইন্সপেক্টর,সাব ইন্সপেক্টর,কনেষ্টবল,মহিলা কনষ্টেবল সব মিলিয়ে প্রায় ১৪০০ পুলিশ কর্মী রয়েছেন।

advertisement

এতদিন আদালত চত্বরে পুলিশ অফিস থাকায় অবস্থান গত কিছু সুবিধে ছিল। একথা মাথায় রেখেই শহরের  প্রাণকেন্দ্রে পুরনো সার্কিট হাউসের কাছে স্বাস্থ্য দফতরের একটি পরিতক্ত জমিতে স্থায়ী পুলিশ অফিস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর আগে আপাতত  মালদহের গৌড় রোড এলাকায় খাদ্য প্রক্রিয়াকরন দফতরের কমন ফেসিলিটি সেন্টারে অস্থায়ীভাবে পুলিশ সুপার অফিস সরানো হচ্ছে। আগামী মাসের মধ্যে নতুন ঠিকানায় যাবে মালদহের পুলিশ অফিস। ইতিমধ্যেই জোড় কদমে প্রস্তুতি শুরু হয়েছে অস্থায়ী পুলিশ অফিসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

সেবক দেবশর্মা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
২০০ বছরের ঐতিহ্যবাহী পুলিশ অফিস সরানো হচ্ছে মালদা আদালত চত্বর থেকে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল