TRENDING:

‘রাফাল চুক্তি নিয়ে আসল সত্য প্রকাশ্যে আসবেই, মোদিকে কেউ বাঁচাতে পারবে না’: রাহুল গান্ধি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সিবিআই ডিরেক্টর পদে পুনর্বহাল করা হয়েছে অলোক ভার্মাকে ৷ সুপ্রিম কোর্টে জোরদার ধাক্কা খেয়েছে কেন্দ্র ৷ সুপ্রিম রায়ের জেরেই লোকসভা নির্বাচনে মোদির ধরাশায়ী হওয়ার ইঙ্গিত পাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷
advertisement

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির দাবি, ‘১৯-র নির্বাচনে কেউ বাঁচাতে পারবে না মোদিকে ৷ তাঁর হার নিশ্চিত ৷’

রাহুল আরও বলেন, ‘রাফাল চুক্তি নিয়ে তদন্ত শুরু করেছিলেন অলোক ভার্মা ৷ এতে কেন্দ্রের অন্দরের তথ্য ফাঁস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল ৷ যার জেরেই রাত ১টায় তড়িঘড়ি অলোক ভার্মাকে সরিয়ে দেওয়া হয় তাঁর পদ থেকে ৷ কিন্তু এভাবে মোদি সরকারের কারচুপি চাপা থাকবে না ৷’

advertisement

আরও পড়ুন:সিটিজেনশিপ বিল নিয়ে ওয়াকআউট কংগ্রেসের,বিরোধিতায় তৃণমূল,সারা ভারতেই লাগু হবে, জানালেন রাজনাথ

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

ফের সিবিআই ডিরেক্টর পদের দায়িত্ব সামলাবেন অলোক ভার্মা ৷ দেশের সাধারণ জনগণের থেকে ৩০ হাজার কোটি টাকা নিয়ে রীতিমত নয়ছয় করেছেন নরেন্দ্র মোদি ৷ এমনটাই দাবি রাহুলের ৷ তাই অলোক ভার্মার পুনর্বহালে তাই আশার আলো দেখছেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, ‘সত্য সামনে আসবেই ৷ প্রধানমন্ত্রী এবং তাঁর সরকার রেহাই পাবেন না ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘রাফাল চুক্তি নিয়ে আসল সত্য প্রকাশ্যে আসবেই, মোদিকে কেউ বাঁচাতে পারবে না’: রাহুল গান্ধি