প্রধানমন্ত্রী দফতরের অধীনস্থ কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে, এবার থেকে অবসরের দিনই কেন্দ্রীয় সরকারী কর্মীর হাতে তুলে দেওয়া হবে পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও ৷ এর ফলে পেনশন চালু করতে আলাদা করে আর কর্মীদের ব্যাঙ্কে দৌড়াতে হবে না ৷
নির্দেশিকা অনুযায়ী, পেনশন প্রক্রিয়াকে এভাবে দ্রুত চালু করানোর জন্য পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মীর তরফে লিখিত অনুমতি নেওয়া হবে ৷ সেই অনুমতিপত্র পেনশন অ্যাকাউন্টিং অফিসের তরফে ব্যাঙ্কের কাছে পাঠানো হবে ৷ এরপরই ওই কর্মী যাতে অবসরের পরই নির্বিঘ্নে পেনশন পেতে পারেন তার ব্যবস্থা করবে ব্যাঙ্ক ৷
advertisement
এই নয়া নির্দেশিকা নিয়ে কেন্দ্র জানিয়েছে, এর আগে বহুক্ষেত্রে পেনশন চালু করতে গিয়ে হয়রানির মুখোমুখি হয়েছেন অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী ৷ কখনও পেনশনার্স কপি হারিয়ে যাওয়ার জন্য অথবা আবার কখনও পেনশনার্স কপি ব্যাঙ্কে পৌঁছতে দেরি হওয়ার কারণে রিটায়ার্ড কর্মীদের পেনশন পেতে দেরি হয় ৷ এই ঝামেলা শেষ করতেই এই নয়া সিদ্ধান্ত ৷ এর ফলে বর্তমানে কর্মরত ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন ৷
তবে একইসঙ্গে প্রধানমন্ত্রী দফতরের অধীনস্থ কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক জানিয়েছে, অবসরের সময় কোনও সরকারি কর্মচারী যদি মনে করেন এভাবে পেনশনার্স কপি না নিয়ে ব্যাঙ্কের মাধ্যমে পেনশন পেমেন্ট অর্ডার সংগ্রহ করা তাঁর পক্ষে সুবিধাজনক, তাহলে তিনি এই সুবিধা নাও নিতে পারেন ৷ সেক্ষেত্রে তাঁকে আগে থেকে কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাতে হবে ৷