২০১২-র ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রী দক্ষিণ দিল্লির একটি চলন্ত বাসে পুরুষ সঙ্গীর সামনেই ধর্ষিতা হন ৷ যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অন্ত্র বের করে সআনা হয়েছিল ৷ সে সময় ঘটনার বিভৎসতায় চমকে গিয়েছিল গোটা দেশ ৷ শিউরে উঠেছিল আসমুদ্র-হিমাচল ৷ প্রায় ১৩ দিনের লড়াই শেষে সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছিল নির্যাতিতার ৷ গর্জে উঠেছিল আট থেকে আশি দেশের সাধারণ মানুষ ৷ প্রতিবাদ আছড়ে পড়েছিল মিছিলের মোমবাতির শিখায় ৷ ৬ ধর্ষককে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ বিচার চলাকালীন রাম সিং নামে একজনের মৃত্যু হয় তিহার জেলে ৷ এর মধ্যে একজনের বয়স ১৮-র কম হওয়ায় নাবালক অপরাধী হিসাবে তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছিল ৷ ৩ বছর পর মুক্তিও পেয়ে যায় সে ৷
advertisement
Location :
First Published :
July 09, 2018 2:45 PM IST