TRENDING:

আম থেকে ছড়াতে পারে নিপা ভাইরাস, সতর্ক করছেন চিকিত্সকরা

Last Updated:

চিকিত্সকরা জানাচ্ছেন, আম, লিচু, সফেদা ও খেজুর এই বাদুরদের প্রিয় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিপা ভাইরাসের প্রকোপে এর মধ্যেই কেরলে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০ । নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে । চিকিত্সকরা আশ্বাস দিলেও সতর্ক থাকতে বলেছেন ফল বা অপরিশোধিত জল থেকে ।
advertisement

নিপা ভাইরাসের মূল বাহক শুয়োর হলেও ফল খাওয়া বাদুর থেকেও ছড়াতে পারে নিপা ভাইরাসের জীবাণু বলে জানাচ্ছেন ত্রিশূরের হর্টিকালচার কলেজের ডিন জর্জ টমাস ।

আরও পড়ুন: ব্যথা কমাতে টক দই, রোজ খান গরমে

ঠিক কোন ধরনের ফলে বাসা বাঁধতে পারে এই জীবাণু? চিকিত্সকরা জানাচ্ছেন, আম, লিচু, সফেদা ও খেজুর এই বাদুরদের প্রিয় । কারণ এইসব ফলের খোসা পাতলা হয় । সাবধান থাকতে তাই আধখাওয়া বা কাটা ফল খেতে বারণ করছেন তাঁরা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গরমের কোনও ফলই কি খাওয়া যাবে না? চিকিত্সকরা জানাচ্ছেন, নিশ্চিন্তে খেতে পারেন কাঁঠাল । খোসা মোটা হওয়ার কারণে এই ফলে হানা দেয় না বাদুর । তবে যেকোনও ফল বা সব্জি খাওয়ার আগে ভাল করে ধুয়ে নিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আম থেকে ছড়াতে পারে নিপা ভাইরাস, সতর্ক করছেন চিকিত্সকরা