পাশাপাশি জানিয়েছিলেন কোস্টারিকা ম্যাচে তিনি রাশিয়ায় হাজির থাকবেন নেইমারদের সমর্থনে ৷ থিয়াগো সিলভার স্ত্রী-ও নাকি ব্রুনাকে দলের পাশে থাকার জন্য রাশিয়া আসার জন্য জোর দিয়েছিলেন ৷ তবে মডেল ও অভিনেত্রী ব্রুনা কিছুটা ব্যস্ত থাকায় বিশ্বকাপের শুরুতেই আসতে পারেননি ৷
advertisement
এদিকে কোস্টারিকা ম্যাচেও তিনি রাশিয়া পৌঁছেছেন কিনা এ বিষয়ে কিছু না জানালেও তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের স্টানিং লুক সহ একটি ছবি পোস্ট করেছেন ৷
আরও পড়ুন - কেন ভেঙে পড়়লেন কান্নায়, সোশ্যাল মিডিয়ায় নেইমার স্বীকারোক্তি !
যা আসলে নেইমারদের সমর্থনেই ৷ তাঁর অন্তরে যে ব্রাজিল সেটা বোঝাতে ব্রুনার অন্তর্বাসটিও হলুদ লেসের ৷ আর সেটা ডেনিম শার্টের ভিতরে ঢেকে না রেখেই ছবি তুলেছেন নেইমারের বান্ধবী ৷ আর ব্রুনার সেই পোস্ট এখন ভাইরাল ৷
advertisement
Location :
First Published :
June 23, 2018 1:49 PM IST