কলকাতায় এখন এসি এবং নন-এসি দু’ধরণের মেট্রোই চলে ৷ কিন্তু ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হলে যে নতুন মেট্রো রেকগুলি চলবে তা অনেক বেশি আধুনিক এবং আরামদায়ক ৷ রেকগুলি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত তো বটেই, পাশাপাশি এগুলোতে ঝাঁকুনিও আগের রেকগুলির তুলনায় অনেক কম হবে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের ৷ এই কোচের ভেস্টিবিউলও পুরনো রেকগুলির তুলনায় অনেক বেশি চওড়া ৷
advertisement
মেট্রো রেল সূত্রের খবর, মার্চেই শুরু হতে পারে নতুন কোচের পরীক্ষামূলক যাত্রা। এখনও পর্যন্ত মাত্র একটি কোচ এলেও আগামী দু’মাসের মধ্যেই আরও বেশি সংখ্যায় নতুন মেট্রোর রেক এসে পৌঁছবে কলকাতায় ৷ পরীক্ষামূলকভাবে ট্রেন চালু করার জন্য স্টেশন এবং লাইনের কাজও দ্রুতগতিতে চলছে এখন ৷
advertisement
Location :
First Published :
January 05, 2018 6:25 PM IST