আরও পড়ুন: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ, উত্তীর্ণদের তথ্য যাচাইয়ের পর এসএসসি-র ওয়েবসাইটে তালিকা প্রকাশ
নতুন প্ল্যানে সস্তায় অনেক বেশি ডেটা পরিষেবা নিয়ে আসতে চলেছে এই সংস্থা ৷ খবর অনুযায়ী, ৪টি প্ল্যানের ক্ষেত্রেই ২০ এমবিপিএস গতিতে ব্রডব্যান্ড ব্যবহার করা যাবে। তবে নির্দিষ্ট সীমা পর স্পিড কমে যাবে ৷ তখন ১ এমবিপিএস-এ স্পিড পাওয়া যাবে ৷
advertisement
আরও পড়ুন: লরি উলটে দ্বিতীয় হুগলি সেতুতে ব্যপক যানজট, দাঁড়িয়ে সারসার গাড়ি
ব্রডব্যান্ড প্ল্যান শুরু হচ্ছে ৯০ টাকা থেকে যাতে ৪৫ থেকে ৬০০ জিবি ডেটা পাওয়া যাবে ৷ FTTH ব্রডব্যান্ড পরিষেবা BSNL এর নতুন গ্রাহকরা এই সুবিধা পাবেন ৷ তার জন্য জমা রাখতে হবে ৫০০ টাকা ৷ আন্দামান ও নিকোবর ছাড়া গোটা দেশেই এই পরিষেবা মিলবে ৷
আরও পড়ুন: অবশেষে রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল, দায়িত্ব কমল শোভনের
মাত্র ৯৯ টাকা থেকে শুরু করে ৩৯৯ টাকা পর্যন্ত খরচে এই ব্রডব্যান্ড প্ল্যানগুলি পাওয়া যাবে। ৪৫ জিবি ডেটার জন্য ৯৯ টাকা। ১৫০ জিবি-র জন্য ১৯৯ টাকা। ৩০০ জিবি-র ক্ষেত্রে ২৯৯ টাকা ৬০০ জিবি ডেটা ব্যবহারের জন্য দিতে হবে ৩৯৯ টাকা।