আরও পড়ুন: এগিয়ে বাংলা: জঙ্গলমহলে নার্সিং ট্রেনিং স্কুল, কাজের সুযোগ পাচ্ছে জঙ্গলমহলের মেয়েরা
উত্তরের দার্জিলিং হোক। বা দক্ষিণের বকখালি। পর্যটন আজ শুধু ঘুরতে যাওয়া বা সাইট সিয়িং-য়ে সীমাবদ্ধ নেই। গন্তব্যে পৌঁছে সেখানকার পরিবেশ, সংস্কৃতির সঙ্গে আরও বেশি করে একাত্ম হতে চাইছেন দেশি, বিদেশি পর্যটকরা। চাহিদা বাড়ছে হোম স্টে-র। সে কথা মাথায় রেখেই এবার পর্যটক টানতে এগ্রি ট্যুরিজিমের উপর জোর দিয়েছে পর্যটন দফতর।
advertisement
এগ্রি টুরিজমে জোর
------------------
- সরকারি কটেজ বা বাংলোর বাইরে ভেষজ শাক-সবজি চাষ
- অল্প জমিতেই চাষের পরিকল্পনা
- মরশুমি সবজির সঙ্গেই অন্য সবজিও চায
- পর্যটকরা ভেষজ চাষ পরখ করতে পারবেন
- পর্যটকরা পছন্দমত সবজি নিতে পারবেন
প্রত্যন্ত এলাকায় গো পালন ও পোলট্রি মালিকদের আর্থিক সাহায্য করতে সামিল করা হচ্ছে কমিউনটি ডেভলেপমেন্ট প্রোগ্রামে। তাঁদের কাছ থেকে গরুর দুধ, মুরগির ডিম বা দেশী মুরগি কিনবে পর্যটন দফতর।
আরও পডুন: #EgiyeBangla: রাজ্য সরকারের উদ্যোগে নারায়ণগড়ে স্কুলমুখী হচ্ছে পড়ুয়ারা
প্রতিবেশী সিকিম অরগ্যানিক রাজ্য হিসেবে ঘোষিত। শুধু পর্যটনকেন্দ্রই নয়, সর্বত্রই ভেষজ শাক-সবজির কদর। তাতেই উৎসাহিত হয়ে উত্তরবঙ্গের বেশ কয়েকটি হোম স্টে-র মালিক ভেষজ ফসলের চাষ শুরু করেছেন। এগ্রি ট্যুরিজিম নিয়ে রাজ্য পর্যটন দফতরের নয়া উদ্যোগে খুশি পর্যটন ব্যবসায়ীরা।
আরও পড়ুন: #EgiyeBangla: রাজ্য সরকারের সুফল বাংলা প্রকল্পে খুশি মানুষ, বেড়েছে কর্মসংস্থানও
এগ্রি টুরিজমে জোর দিতে বেসরকারি পর্যটনকেন্দ্রগুলিকেও এগিয়ে আসার আরজি জানিয়েছেন পর্যটনমন্ত্রী। রাজ্যে পর্যটনে নতুন দিগন্ত খুলে যাওয়ার সম্ভাবনা দেখছে পর্যটন দফতর