TRENDING:

নতুন অ্যাপ আনছে নগরোন্নয়ন দফতর, ঘরে বসেই এবার মেটানো যাবে পুরকর

Last Updated:

মুশকিল আসান। এবার ঘরে বসেই মেটানো যাবে পুরকর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুশকিল আসান। এবার ঘরে বসেই মেটানো যাবে পুরকর। এমনই উদ্যোগ নিচ্ছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। ১৯টি পুরসভায় মোবাইলের অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে কর। এপ্রিলের গোড়া থেকে চালু হবে নতুন পরিষেবা। পাশাপাশি, নতুন পদ্ধতিতে কর ফাঁকিও এড়ানো যাবে বলে আশা পুরকর্তাদের।
advertisement

লাইনে দাঁড়িয়ে অহেতুক সময় নষ্ট নয়। নির্ঝঞ্ঝাটে কর মেটাতেই এবার উদ্যোগ রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের। কর দেওয়া যাবে মোবাইল অ্যাপের মারফতই। যার পোশাকি নাম, ‘অনলাইন মিউনিসিপালিটি পোর্টাল’। প্লে স্টোর থেকে এই অনলাইন মিউনিসিপালিটি পোর্টাল অ্যাপ ডাউনলোড করলেই সুবিধে মিলবে হাতের মুঠোয়। এপ্রিলের শুরুতেই প্রাথমিকভাবে রাজ্যের ১৯টি পুরসভায় এই পরিষেবা চালু হবে। যেসব পুরসভায় এই অ্যাপ চালু হচ্ছে সেগুলি হল-

advertisement

মোবাইলেই পুরকর দেওয়া যাবে যে সমস্ত জায়গায়-

ইংরেজবাজার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোন্নগর, চাঁপদানি, নলহাটি, বোলপুর, টিটাগড়, বনগাঁ, কাটোয়া, হলদিয়া, বাঁশবেড়িয়া, বাঁকুড়া, চাকদহ, কাঁচরাপাড়া, মেদিনীপুর, এগরা, পূজালি ও কামারহাটি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই অ্যাপের মাধ্যমে জলকর, সম্পত্তি কর-সহ বিভিন্ন ধরনের কর দেওয়া যাবে। এজন্য আলাদা আলাদা কোড থাকবে। কয়েক মিনিটের মধ্যে ট্যাক্স জমা পড়বে। পুর দফতর সূত্রে আরও খবর, প্রতি বছর বিশাল অঙ্কের টাকা কর বাকি থাকে। একশ্রেণির মানুষ নানা অজুহাতে কর ফাঁকি দেয়। কর ফাঁকি ঠেকাতে তাই এই অভিনব পন্থা নেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নতুন অ্যাপ আনছে নগরোন্নয়ন দফতর, ঘরে বসেই এবার মেটানো যাবে পুরকর