চলতি আইপিএলে দারুণ পারফর্ম করা এনগিডির অবশ্য এখনও মাঝে মাঝে বিশ্বাসই হচ্ছে না, তিনি আইপিএলে খেলছেন ৷ কারণ চেন্নাই সুপার কিংস যে তাঁকে এবছর দলে নেবে, সেটা তিনি কখনও ভাবতেও পারেননি ৷ দক্ষিণ আফ্রিকার পেসার জানিয়েছেন, ‘‘ আমি কখনও ভাবিইনি যে আইপিএলে খেলতে পারব। তাই চেন্নাই আমাকে নেওয়ায় চমকে গিয়েছিলাম। চেন্নাইয়ের কোচেরা এবং ধোনি আমাকে যে ভাবে সাহায্য করেছে, তাতে আমি অভিভূত। এত বিশাল সংখ্যক দর্শকের সামনে আমি কখনও খেলিনি। আইপিএলের মতো মঞ্চেই প্রমাণ হয়ে যায় এক জন কত বড় ক্রিকেটার। এ রকম একটা মঞ্চে নিজেকে প্রমাণ করতে পেরে খুব ভাল লাগছে।’’
advertisement
Location :
First Published :
May 22, 2018 9:00 AM IST