কী হয়েছিল জাকিরের? ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে হৃদযন্ত্রে গোলযোগ দেখা দিয়েছিল শিল্পীর।রবিবার, হুসেনকে হার্ট সংক্রান্ত সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল, তাঁর বন্ধু এবং বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া পিটিআইকে জানিয়েছেন। তাঁদের কথায়, “গত দুই সপ্তাহ ধরে হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। সেই জন্য জাকিরকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
advertisement
আরও পড়ুন- সাবধান! ৫টাকার 'কয়েন' বাতিল করেছে RBI! আপনার 'মানিব্যাগে' নেই তো? বিপদে পড়বেন
উস্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সঙ্গীতজগতের তারকাদের। শোকবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি, সেই সঙ্গে সারা বিশ্বের।”
চিকিৎসাধীন ছিলেন ICU-তে। বৈগ্রহিক তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখার পুত্র তিনি। ৭৩ বছর বয়সি জাকির হুসেন এখন চিকিৎসাধীন মার্কিন যুক্তরাষ্ট্রে। রবিবার, ১৫ ডিসেম্বর, সাংবাদিক পারভেজ আলম টুইটারে খবরটি শেয়ার করেছেন। তিনি জানান, জাকিরের শ্যালক আইয়ুব আউলিয়া একটি ফোন করে খবরটা দেন। আলম টুইট করেছেন, “ওস্তাদ জাকির হুসেন ভাল নেই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে গুরুতর অসুস্থতার জন্য ভর্তি রয়েছেন। চিকিৎসাধীন। আউলিয়া সাহেব জাকিরের অনুসারীদের তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করেছেন।”
এর পরেও শেষ রক্ষা হল না। স্তব্ধ হয়ে গেল তবলার বোল। ভক্তদের কান্নায় ভাসিয়ে চলে গেলেন তবলার জাদুকর। জাকির শৈশব থেকেই প্রতিভাবান। সাত বছর বয়সে তবলা বাজিয়ে পারফর্ম করা শুরু করেছিলেন। কয়েক দশক ধরে, তাঁর গুণাবলী এবং উদ্ভাবন দেশের তবলাবাদনকে অভূতপূর্ব বিশ্ব-স্বীকৃতির দিকে উন্নীত করেছে। চলতি বছর 66তম গ্র্যামি পুরস্কারে পাঁচটি গ্র্যামি জিতেছিলেন।