TRENDING:

‘‘ আপনার মোবাইলই আপনার ব্যাঙ্ক ’’ : নরেন্দ্র মোদি

Last Updated:

‘‘ আপনার মোবাইলই আপনার ব্যাঙ্ক ৷ সততার পথেই মানুষ হাঁটতে চায় ৷ এর জন্য সবকিছু করতে প্রস্তুত তারা ৷ ’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #মোরাদাবাদ:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘটনায় এখন টাকা নিয়ে সমস্যায় পড়েছে গোটা দেশের মানুষ ৷ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে  বিরোধীরা একের পর এক তোপ দাগছেন ৷ কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত যে নন প্রধানমন্ত্রী, তা তিনি এদিন আবারও মোরাদাবাদের সভায় বুঝিয়ে দিয়েছেন ৷ বরং দেশবাসীকে আবারও বললেন, ‘‘ আপনার মোবাইলই আপনার ব্যাঙ্ক ৷ সততার পথেই মানুষ হাঁটতে চায় ৷ এর জন্য সবকিছু করতে প্রস্তুত তারা ৷ ’’
advertisement

এদিনের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘ আপনার মোবাইল ফোনই আপনার ব্যাঙ্ক ৷ এজন্য এটিএমে যাওয়ার প্রয়োজন নেই ৷ কেউ বলছেন আমাদের দেশ গরিব ৷ সব মানুষ এসব বোঝেন না ৷ শিক্ষিত দেশেও আজ ব্যালট পেপারে ভোট হয় ৷ অথচ ভারতবাসী বোতাম টিপে ভোট দেয় ৷ মানুষ চায় সততার পথে হাঁটতে ৷ একবার সেই রাস্তার খোঁজ পেলে মানুষ সবকিছু করতে প্রস্তুত হবে ৷ ভারতবাসী নতুনকে স্বীকার করতে পিছু হটে না ৷ আমাদের দেশ পরিবর্তনকে স্বীকার করে ৷ ’’

advertisement

মোদি আরও বলেন , ‘‘ দেশবাসীকে বলছি, জানি আপনাদের কষ্ট হচ্ছে ৷ আপনাদের লাইনে দাঁড়াতে হচ্ছে ৷ তবুও আপনারা মোদির বিরুদ্ধে বলছেন না ৷ দেশের মানুষ বেইমানদের উপর বিরক্ত ৷ সততার লড়াইকে মানুষ নিজের কাঁধে তুলে নিয়েছে ৷ সাধারণ মানুষ বেইমানি চায় না ৷ বাধ্য হয়ে মানুষকে দুর্নীতির সামনে মাথা নত করতে হয় ৷ এবার ওই রাস্তা বন্ধ ৷ কেউ কেউ উস্কানি দিচ্ছেন ৷ সেজন্যই দেশজুড়ে অনেকে হইচই করছেন ৷ আপনারা যা কষ্ট করছেন ৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছেন ৷ আপনাদের এই কষ্ট বিফলে যাবে না ৷ সততার রাস্তায় কোনও খামতি থাকবে না ৷ আপনাদের আমি আশ্বস্ত করছি ৷ ২১ শতাব্দীতে ভারত হবে ডিজিটাল ইন্ডিয়া ৷ নোট ছেপে আমি বেইমানদের সাহায্য করব না ৷ আপনাদের কষ্ট আমার কষ্ট ৷ কৃষকরা কষ্ট সহ্য করেও উৎপাদন ধরে রেখেছেন ৷ আমি কৃষকদের স্যালুট করছি ৷ দেশের নবীন প্রজন্ম এগিয়ে এস ৷ দেখিয়ে দাও নবীন প্রজন্ম দেশকে কোথায় এগিয়ে নিয়ে যেতে পারে ৷ সাধারণ মানুষকে ডিজিটাল ইন্ডিয়ার অংশীদার কর ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ব্যাঙ্কের লাইনে দাঁড়ানো প্রসঙ্গে মোদি বলেন, ‘‘কখনও কোনও বড়লোককে গরিবের পায়ে পড়তে দেখেছেন ? বেইমান ধনীরা আজ চুপি চুপি যাচ্ছেন গরিবের ঘরে ৷ কারণ ব্যাঙ্কে যাওয়ার হিম্মত নেই ওদের ৷ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েছেন সৎ লোকরাই ৷ জনধন অ্যাকাউন্টে টাকা রাখার জন্য তারা পা ধরছে ৷ বেইমান লোকরা আজ ফেঁসেছে ৷ এতদিন যারা ‘মানি মানি’ বলতেন ৷ তারা আজ মোদি মোদি করছেন ৷ আপনাদের অ্যাকাউন্টে টাকা রাখতে দেবেন না ৷ গরিবের অ্যাকাউন্টে যারা টাকা রাখছেন ৷ তারা জেলে যাবে ৷ আমি আবার নতুন বুদ্ধি বার করছি ৷  ৭০ সালের রোগ হটাও ৷ বেইমানদের দেশ থেকে তাড়াও ৷ আমার হাত শক্ত কর ৷ ’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘‘ আপনার মোবাইলই আপনার ব্যাঙ্ক ’’ : নরেন্দ্র মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল