TRENDING:

Accident kills IPS officer: চাকরির প্রথম পোস্টিং পেয়ে রওনা, মাঝপথেই ওৎ পেতে বিপদ! ২৬ বছরের আইপিএস অফিসারের মর্মান্তিক পরিণতি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: মাত্র ২৬ বছর বয়সেই হয়েছিল স্বপ্নপূরণ৷ কিন্তু একটা দুর্ঘটনায় সব ওলটপালট হয়ে গেল৷ প্রথম পোস্টিংয়ে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ এক আইপিএস অফিসারের৷
নিহত আইপিএস অফিসার হর্ষ বর্ধন (বাঁদিকে)৷ এই গাড়িতেই যাচ্ছিলেন তিনি৷
নিহত আইপিএস অফিসার হর্ষ বর্ধন (বাঁদিকে)৷ এই গাড়িতেই যাচ্ছিলেন তিনি৷
advertisement

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কর্ণাটকের হাসান জেলায়৷ নিহত ওই আইপিএস অফিসারের নাম হর্ষ বর্ধন৷ তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা৷ কর্ণাটক ক্যাডারের ২০২৩ সালের আইপিএস অফিসার ছিলেন হর্ষ বর্ধন৷

আরও পড়ুন: ‘ভারতীয় পতাকা মাতৃসম…!’ বাংলাদেশি রোগীদের দেখতে কী শর্ত দিলেন শিলিগুড়ির চিকিৎসক?

গতকাল, রবিবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ প্রশিক্ষণ শেষ হওয়ার পর হাসানের হোলেনারাসিপুরের পুলিশের প্রবেশনারি এএসপি পদে নিযুক্ত হন৷ রবিবার গাড়িতে সেখানেই যাচ্ছিলেন ওই তরুণ আইপিএস অফিসার৷

advertisement

যে গাড়িতে করে হর্ষ বর্ধন নিজের প্রথম কর্মস্থলের দিকে রওনা দেন, হাসানের কিত্তেন এলাকায় সেটির টায়ার ফেটে যায়৷ এর ফলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান৷ ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে একটি বাড়িতে এবং তার পর একটি গাছে ধাক্কা মারে৷ দুর্ঘটনার জেরে মাথায় গুরুতর আঘাত পান ওই আইপিএস অফিসার৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ গাড়ির চালকের অবশ্য ছোটখাটো আঘাত লাগে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নিহত হর্ষ বর্ধনের বাবা একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট৷ কিছুদিন আগেই মাইসুরুর কর্ণাটক পুলিশ অ্যাকাডেমিতে নিজের চার সপ্তাহের প্রশিক্ষণ শেষ করেন ওই আইপিএস অফিসার৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে নিহত অফিসারের পরিবারকে সমবেদনা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷

বাংলা খবর/ খবর/দেশ/
Accident kills IPS officer: চাকরির প্রথম পোস্টিং পেয়ে রওনা, মাঝপথেই ওৎ পেতে বিপদ! ২৬ বছরের আইপিএস অফিসারের মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল