ওপিনিয়ান পোল এবং এক্সিট পোলের সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে এসেছে ৷ রিপোর্ট বলছে, দু’তরফেই হবে হাড্ডাহাড্ডি লড়াই ৷ কিন্তু সরকার গড়ার ক্ষেত্রে নিজেদের বেশ কয়েকটি আসনে এগিয়ে রাখল বিজেপি ৷ রবিবার একটি সাংবাদিক সম্মেলনে ইয়েদুরাপ্পা বলেন, ‘কর্ণাটকে কংগ্রেসের জেতার কোনও সম্ভাবনাই নেই ৷ সিদ্দারমাইয়ার যুগ শেষ ৷ খুব বেশি হলে মেরেকেটে ৭০ টি আসনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে কংগ্রেস ৷ এমনকী, চামুন্ডেশ্বরী এবং বাদামী ভোট কেন্দ্রেও কংগ্রেসের হার নিশ্চিত ৷’
advertisement
ওপিনিয়ান পোল এবং এক্সিট পোলের সমস্ত সমীক্ষা তুড়ি মেরে উড়িয়ে দিলেন ইয়েদুরাপ্পা ৷ তিনি বলেন, কর্ণাটকে আর কংগ্রেস নয় ৷ মঙ্গলবার বিজেপিই বিপুলভোটে জয়ী হবেন ৷ একইসঙ্গে আঞ্চলিক দলের সঙ্গে কোনওরকম জোট গঠনের সম্ভাবনাও এদিন উড়িয়ে দিলেন ইয়েদুরাপ্পা ৷ বলেন, বিজেপি ১৩০টি আসনে জয়ী হবেই ৷ অপরদিকে, কংগ্রেসের ঝুলিতে মাত্র ৭০ টি আসন পেতে পারে এবং জনতা দল সেক্যুলার ২৫ টি আসনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে ৷
শুধু বিজেপির জেতাই নয় ৷ সেই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমস্ত পরিকল্পনাও সেরে ফেলেছেন ইয়েদুরাপ্পা ৷ এমনকী তিনি আরও বলেন, ‘গত ১৫ দিন ধরে সিদ্দারমাইয়ার ব্যবহার নি:সন্দেহে চিন্তার বিষয় ৷ কারণ তাঁর কথাবার্তা শুনে মনে হচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ ৷’