মঙ্গলবারে আস্থা ভোটে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কুমারস্বামী ৷ এ দিকে, বৃহস্পতিবার ৩ বিদ্রোহী বিধায়ককে হঠাত্ই বাতিল ঘোষণা করে দেন বিধানসভার অধ্যক্ষ কেআর রমেশ।
রাজ্যপালের সঙ্গে দেখা করার পর ইয়েদুরাপ্পা জানিয়েছেন, 'সব কংগ্রেস ও জেডিএস নেতাদের নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কেয়ারটেকার মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে অনুরোধ জানিয়েছি। আমার সঙ্গে আর কে কে মন্ত্রী হিসেবে শপথ নেবেন, তা নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে আলোচনা করব।
advertisement
আগামী সোমবার বিধানসভায় শক্তিপরীক্ষা হবে ইয়েদুরাপ্পা সরকারের। রাজ্যপাল তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন।
'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2019 11:50 AM IST