জাতীয় কুস্তি ফেডারেশন চেয়ারম্যান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়ে গত বৃহস্পতিবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান প্রাক্তন দৌড়বিদ এবং রাজ্যসভার সদস্য পিটি উষা-কে চিঠি দেন বিক্ষোভরত কুস্তিগীররা। বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার বিকেল ৫ টা নাগাদ বৈঠক করে অলিম্পিক অ্যাসোসিয়েশন। তারপরেই কমিটি গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
advertisement
তদন্ত কমিটির সদস্য সহদেব যাদব বলেছেন, "আমরা বসে আলোচনা করব এবং সবার কথা শুনব। অভিযোগ খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্ত করা হবে এবং ন্যায়বিচার দেওয়ার চেষ্টা করব।" কমিটির আরেক সদস্য দোলা সেন বলেছেন, "সংবাদমাধ্যমে আমি জানতে পেরেছি যে, এই তদন্ত কমিটিতে আমায় রাখা হয়েছে। কাজ শুরু হলে তবেই আসল চিত্র স্পষ্ট হবে। সত্যটা যাতে সবার সামনে আসে, আমরা সেই চেষ্টাই করব।"
এদিকে আজও দিনভর বিক্ষোভ করেন ভিনেশ ফোগাট, ভিনেশ ফোগাট, বজরঙ্গ পুনিয়া, সাক্ষী মালিকের মতো আন্তর্জাতিক স্তরের কুস্তিগীররা। গত বৃহস্পতিবার চণ্ডীগড় থেকে দ্রুত দিল্লি ফিরে তাঁদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। যদিও তাতেও জট কাটেনি।
বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় কুস্তি ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর পদত্যাগ এবং ফেডারেশন ভেঙে দিয়ে নতুন করে গঠনের দাবিতে অনড় সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। শুক্রবার সন্ধ্যায় ফের তাঁদের সঙ্গে বৈঠক করেন অনুরাগ ঠাকুর।
আরও পড়ুন: এবার কি তৃণমূলে 'ঘর ওয়াপসি'? বিজেপি বিধায়ক হিরণের ভাইরাল ছবি ঘিরে জোর শোরগোল!
দেশের কুস্তি ফেডারেশনের প্রধান এবং অন্য কোচদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন মহিলা কুস্তিগীররা। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট অভিযোগ করেছেন, তাঁদের উপরে যৌন ও মানসিক নির্যাতন চালিয়েছেন ব্রিজ ভূষণ সিং। শুধু তিনিই নন, অভিযোগ, অন্তত ১০ জন মহিলা কুস্তীগির ভিনেশ ফোগাটের আনা অভিযোগ স্বীকার করেছেন।
এই অভিযোগের কথা জানিয়ে কদিন আগেই একটি সাংবাদিক বৈঠক করেন তাঁরা। তার পর থেকেই দিল্লির যন্তর মন্তর চত্বরে ধরনা বিক্ষোভ চালাচ্ছেন কুস্তিগীরেরা। গোটা ঘটনায় কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার কাছে জবাব তলব করেছ কেন্দ্রীয় খেলমন্ত্রক।