TRENDING:

‘রাহুল গান্ধী’কে শাড়ি-ব্লাউজ পরালেন বিজেপির মহিলা সদস্যরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #আহমেদাবাদ: ‘RSS-এর মহিলা শাখার সদস্যদের কখনও স্কার্ট পরে কেন দেখা যায় না?’ প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধি ৷ গুজরাতের জনসভা থেকে আরএসএস-এর রক্ষণশীলতাকে বিঁধে এমনই প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সহ সভাপতি ৷ রাহুলের এই প্রশ্নে ক্ষুব্ধ গেরুয়া শিবিরের মহিলা কর্মীরা, ‘তাঁকে’ই পরালেন শাড়ি-ব্লাউজ !
advertisement

গেরুয়া শিবিরের রক্ষণশীলতার পাল্টা হিসেবে কংগ্রেসের প্রগতিশীল ভাবনাকে তুলে ধরতে চেয়েছিলেন রাহুল ৷ আরএসএস-এর অন্ধ কুসংস্কার ও রক্ষণশীলতাকে বিঁধে জনসভায় তিনি বলেন, আরএসএস বাহিনীকে দেখা যায় খাটো খাকি হাফ প্যান্টে, কিন্তু আরএসএস মহিলা শাখার কোনও সদস্যকে কখন শাড়ি ছাড়া অন্য কোনও পোশাকেই দেখা যায় না ৷ রাহুলের কটাক্ষ, পুরুষের জন্য হাঁটুর বহু উপরেই শেষ হয়ে যাওয়া হাফপ্যান্ট যখন ইউনিফর্ম, তখন মহিলারা কেন শাড়ি ব্যাতীত অন্য কোনও পোশাক পরতে পারবেন না?

advertisement

Picture Courtesy -ANI

মোদিগড় ভদোদরার ওই জনসভায় কংগ্রেস সহ সভাপতি বলেন, ‘বিজেপি মেয়েদের চুপ করিয়ে রাখতে চায় ৷ মুখ খুললে মহিলাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বিজেপি ৷ এর সম্পূর্ণ বিপরীতে কংগ্রেসের অবস্থান বল দাবী করেন যুবরাজ ৷ তাঁর কথায়, কংগ্রেসের সব স্তরেই মহিলা কর্মীরা কাজ করেন এবং তাদের উপর কোনও নিষেধাজ্ঞা নেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

২৪ ঘণ্টা যেতে না যেতেই কংগ্রেস সহ সভাপতির এই মন্তব্যগুলির তীব্র প্রতিবাদ জানায় বিজেপি ও আরএসএস মহিলা মোর্চা ৷ গুজরাতে গেরুয়া বাহিনীর মহিলা শাখা এদিন রাহুলের কুশপুলকে শাড়ি ব্লাউজ সহ টিপ-নথে সাজিয়ে তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান ৷ সঙ্গে চলে কংগ্রেস বিরোধী শ্লোগান ৷ রাহুলের মন্তব্যের পাল্টা এমন প্রতিবাদে সরগরম রাজনৈতিক মহল ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘রাহুল গান্ধী’কে শাড়ি-ব্লাউজ পরালেন বিজেপির মহিলা সদস্যরা