TRENDING:

Woman thrashes Husband Mother in Law: স্বামী- শাশুড়িকে নির্মম মার, খুনের হুমকি! শ্বশুরবাড়িতে তরুণীর তাণ্ডব, ভাইরাল সিসিটিভি ফুটেজ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গ্বালিয়র: বৃদ্ধাশ্রমে যেতে রাজি হননি৷ তাই শাশুড়িকে মেঝেতে ফেলে নির্মম ভাবে মারলেন বউমা৷ দেওয়ালে ঠুকে দিল বৃদ্ধার মাথা৷ শুধু তাই নয়, মায়ের পাশে দাঁড়ানোয় বাপের বাড়ি থেকে দাদা, ভাইকে ডেকে এনে স্বামীকেও মারধর করালেন তরুণী৷
বৃদ্ধাকে এ ভাবেই মারধর করতে দেখা যায় তাঁর পুত্রবধূকে৷
বৃদ্ধাকে এ ভাবেই মারধর করতে দেখা যায় তাঁর পুত্রবধূকে৷
advertisement

চাঞ্চল্যকর এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রে৷ ওই তরুণী এবং তার বাপের বাড়ির লোকজনের তাণ্ডবের গোটাটাই সিসিটিভি-তে ধরা পড়েছে৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে৷

আরও পড়ুন: কলার ধরে পর পর চড় স্ত্রীর, বিয়ের পর করুণ অবস্থা রেলকর্মীর! ভিডিও ভাইরাল হতেই শায়েস্তা গৃহবধূ

জানা গিয়েছে, ৭০ বছর বয়সি ওই আক্রান্ত বৃদ্ধার নাম সরলা বাতরা৷ ছেলে বিশাল, পুত্রবধূ নীলিকা এবং নাতি নাতনিদের সঙ্গে গ্বালিয়রের বাড়িতে থাকতেন তিনি৷ ওই বৃদ্ধার অভিযোগ, তাঁর পুত্রবধূ গোটা সম্পত্তি হাতিয়ে নিতে চায়৷ সেই কারণেই তাঁকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চান তাঁর পুত্রবধূ৷

advertisement

ঘটনার দিন পারিবারিক একটি ছোট বিবাদকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত৷ অভিযোগ, ক্রমাগত নিজের শাশুড়িকে গালিগালাজ করতে থাকেন নীলিকা৷ মায়ের প্রতি স্ত্রীর এই আচরণের প্রতিবাদ করেন বৃদ্ধার ছেলে বিশাল৷ তখন বাপের বাড়ি থেকে নিজের বাবা এবং ভাইকে ডেকে পাঠান ওই তরুণী৷ অভিযোগ, নীলিকার বাবা এবং ভাই এসেই বিশালের উপরে চড়াও হয়৷ তাঁকে মারধর করতে শুরু করেন তাঁরা৷

advertisement

ছেলেকে বাঁচাতে তখন এগিয়ে যান ওই বৃদ্ধা৷ সিসিটিভি ফুটেজে তখন দেখা গিয়েছে, সেই সময় প্রথমে বৃদ্ধাকে মেঝেতে ফেলে মারতে থাকেন তাঁর পুত্রবধূ৷ এর পর বৃদ্ধার চুলের মুঠি ধরে বৃদ্ধাকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যান নীলিকা৷ বৃদ্ধা উঠে দাঁড়ানোর চেষ্টা করলে ফের তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন ওই তরুণী৷ এর পরে ফের একবার সজোরে বৃদ্ধার মাথায় আঘাত করেন তিনি৷ এরই মধ্যে ঘটনাস্থলে থাকা অন্য এক যুবক এসে নীলিকাকে নিরস্ত করার চেষ্টা করেন, বৃদ্ধাকে মেঝে থেকে তোলার চেষ্টা করেন তিনি৷ এমন কি, এই ঘটনার কথা পুলিশকে জানালে নীলিকা নিজের স্বামী এবং শাশুড়িকে প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ৷

advertisement

এই ঘটনা যখন ঘটছে তখন সেখানে একটি ছোট ছেলেকেও দেখা যায়৷ ওই ছেলেটি সম্ভবত নীলিকা এবং বিশালের সন্তান৷

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

যদিও এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখেও প্রথমে পুলিশ কোনও পদক্ষেপই করেনি বলে অভিযোগ৷ নীলিকা এবং তাঁর পরিবারের প্রভাবেই পুলিশ অভিযোগ দায়ের করেনি বলে দাবি আক্রান্ত বৃদ্ধা এবং তাঁর ছেলের৷ শেষ পর্যন্ত পুলিশের উপর মহলে বিষয়টি জানানোর পর পুলিশ অভিযোগ নেয়৷ দায়ের হয়েছে এফআইআর৷ পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, আদর্শ কলোনির বাসিন্দা ওই তরুণী নিজের শাশুড়ি এবং স্বামীকে মারধর করেছেন৷ সেই অভিযোগ এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই দায়ের হয়েছে মামলা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Woman thrashes Husband Mother in Law: স্বামী- শাশুড়িকে নির্মম মার, খুনের হুমকি! শ্বশুরবাড়িতে তরুণীর তাণ্ডব, ভাইরাল সিসিটিভি ফুটেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল