ইজরায়েলের ইরানে হামলার পর পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ইরানে পড়াশোনা করতে যাওয়া ভারতীয় ছাত্রছাত্রীরা নিজেদের চরম ঝুঁকির মধ্যে মনে করছেন এবং ভারত সরকারকে অনুরোধ করছেন যাতে তাঁদের ইরান থেকে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনা হয়।
বুধবার ইরানের উর্মিয়া মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে ১০০ জনেরও বেশি ভারতীয় ছাত্রকে বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যার মধ্যে কাশ্মীরের প্রায় ৯০ জন ছাত্র ছিলেন। এখন প্রশ্ন হল, কেন ইরানে পড়তে যান ভারতীয় ছাত্ররা? উত্তর হল কম খরচে উচ্চশিক্ষা। বিশেষ কিছু কোর্সের সুযোগ (বিশেষ করে মেডিক্যাল) রয়েছে সেখানে।
advertisement
আরও পড়ুন- পাইলট যখন বোঝেন সব শেষ তখন ‘Mayday’নয়,যে শেষ দুটো শব্দ বলেন,শুনলে বুক ফেটে কান্না আসবে!
প্রতিবছর প্রায় **২০,০০০–২৫,০০০ ভারতীয় ছাত্র বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি দেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২২ সালেই প্রায় ২০৫০ ভারতীয় ছাত্র ইরানে বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন।
মেডিক্যাল পড়াশোনার জন্য ইরান কেন পছন্দ? ইরানে সরাসরি MBBS ডিগ্রি না দিলেও, সেখানে Doctor of Medicine (MD) ডিগ্রি প্রদান করা হয়, যেটি ভারতে MBBS-এর সমতুল্য হিসেবে গণ্য হয়। ইরানের বেশিরভাগ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে ভারতের জাতীয় চিকিৎসা কমিশন (NMC) স্বীকৃতি দিয়েছে।
এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা ছাত্রছাত্রীরা FMGE (NEXT) পরীক্ষা পাশ করলে ভারতে চিকিৎসা করার যোগ্যতা পান। ভারতীয় ছাত্রছাত্রীদের মধ্যে ইরানে সবচেয়ে জনপ্রিয় কোর্স হল মেডিক্যাল কোর্স। ভারতের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর তুলনায় ইরানে মেডিকেল পড়াশোনার খরচ অনেকটাই কম।
ভারতে যেখানে MBBS কোর্সে ৮০–৯০ লাখ টাকা বা তার বেশি খরচ হতে পারে, সেখানে ইরানে এই খরচ মোটামুটি ১৮ থেকে ২৫ লাখ টাকার মধ্যে হয়, তার মধ্যে হোস্টেল ও কলেজ ফি-ও অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ, প্রতি বছরে গড়ে প্রায় ৫.৫০ লাখ টাকা খরচ হতে পারে।
ভারতে NEET-UG পরীক্ষায় কঠিন প্রতিযোগিতা এবং সীমিত আসনের কারণে অনেক ছাত্রছাত্রী বিদেশে মেডিকেল পড়াশোনার বিকল্প খোঁজে। এই প্রেক্ষাপটে ইরান একটি ভালো বিকল্প হয়ে ওঠে। তবে ইরানে ভর্তি হওয়ার জন্যও ভারতীয় ছাত্রদের ভারতে NEET পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
এই পরিস্থিতিতে, অনেক ভারতীয় ছাত্রছাত্রী কম খরচে মানসম্মত মেডিক্যাল শিক্ষা পেতে ইরান, রাশিয়া, ইউক্রেন, ফিলিপিন্স বা বাংলাদেশে পড়াশোনার সুযোগ খোঁজেন। ইরানে পড়াশোনার কম খরচ, NMC অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং NEET পাস থাকলেই ভর্তির সুযোগ — এই সব মিলিয়ে তা ভারতীয় ছাত্রদের জন্য এক আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে।