TRENDING:

ইন্দো-চিন সীমান্তে নতুন ৯৬টি বর্ডার পোস্ট তৈরি করতে চলেছে ভারত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ডোকলাম ইস্যু এখনও টাটকা ৷ তারই মাঝে চিনে প্রধানমন্ত্রীর সফর বেশ তাৎপর্যপূর্ণ ৷ কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ডোকলাম ইস্যু এখন অতীত ৷ সেই তিক্ততার স্মৃতি ভুলে ভারত ও চিন নতুন অধ্যায় শুরু করতে চলেছে ৷ মোদির এই চিন সফর উত্তেজনাকে পাশ কাটিয়ে বন্ধুত্বের পরিবেশ বয়ে নিয়ে আসছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ সেই পরিবেশকে কাজে লাগিয়ে ভারত জানিয়েছে, তিব্বতের-চিন সীমান্তে আরও ৯৬টি বর্ডার আউট পোস্ট তৈরি করা হবে।
advertisement

ভারত ও চিনের মধ্যে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। সেখানেই ইন্দো-তিব্বত বর্ডার পুলিসের(আইটিবিপি) আরও ৯৬টি আউটপোস্ট তৈরি করা হবে বলে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে জানিয়েছেন মোদী।

শনিবার সকালে মুখোমুখি হন দু'দেশের রাষ্ট্রপ্রধান। মোদীর আপ্যায়নে চিনে বেজে ওঠে বলিউডের সুর। চিনসফরের দ্বিতীয় দিনের শুরুতে নৌকাবিহারে যান মোদী ও জিনপিং। সেখানেই একাধিক ইস্যু নিয়ে আলোচনা করেন তাঁরা। তার মধ্যে ভারতীয় ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ নিয়েও কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সামান্তে নতুন করে ৯৬টি আউটপোস্ট বাড়লে আইটিবিপি-র পোস্টের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৭২। বর্তমানে পোস্টের সংখ্যা ১৭৬।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ইন্দো-চিন সীমান্তে নতুন ৯৬টি বর্ডার পোস্ট তৈরি করতে চলেছে ভারত