গত কয়েকদিন ধেরই বাবাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ কখনও পালিতে মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তো কখনও সাধ্বীদের উপর যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এসেছে ৷
সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন সংবাদমাধ্যম, সব জায়গাতেই বাবার খবর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে ৷ এরকমই আরও একটি বিষয় এখনও সোশ্যাল মিডিয়ার নজরে ৷ সম্প্রতি বাবার একটি ছবি সোশ্যাল মিডিয়ার হট কেকে ৷ বিরাটের পর এবার রাম রহিমের সঙ্গে তার স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷
advertisement
তার স্ত্রীর নাম হরজিত কৌর ৷ দশম শ্রেণির পর স্কুল ছেড়ে দিয়ে হরজিতকে বিয়ে করেন রাম রহিম ৷ তাদের দুটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে ৷
তার দুই মেয়ের নাম অমরপ্রীত ও চরণপ্রীত ৷ছেলের নাম যশমীত সিং ৷ তবে এরা ছাড়াও রাম রহিমের পালিত কন্যা রয়েছে হনিপ্রীত ৷ বলা হয়ে থাকে যে তিনিই বাবার সবথেকে কাছের মানুষ ৷
শোনা যায় যে ডেরার মধ্যেই থাকেন রাম রহিমের স্ত্রী ৷ তবে তাকে সচরাচর দেখা যায় না ৷ তিনি সমস্ত স্পটলাইট থেকে নিজেকে দূরে রাখেন ৷ কল্যাণমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখেন ৷ তবে ডেরা দফতরে তিনি ঠিক কী কাজ করেন, সে বিষয়ে কারোরই কিছু জানা নেই।