চারজন বিটেক ছাত্র ও ডাক্তার সৌম্যজ্যোতি বিশ্বাস একটি ডাটা তৈরি করে গবেষণা শুরু করেন। তাঁরা প্রথমে অন্ধ্রপ্রদেশে ক'জন রোজ করোনা আক্রান্ত হচ্ছেন, এবং সেরে উঠছেন সেই তালিকা তৈরি করেন। এবং মেশিন লার্নিং টুলসের দ্বারা গবেষণা এগিয়ে নিয়ে যান। এরপর এই গবেষক টিম দাবি করে জুলাইয়ের ১৫ তারিখের মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক ১০০-র কম হবে।
advertisement
এই গবেষক টিম দাবি করেছে, মে মাসের ২১ তারিখের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার প্রতিদিন হবে। এর পর ফের গ্রাফ বাড়বে। মে মাসের ৩০ তারিখ নাগাদ এই গ্রাফ বেড়ে দাঁড়াবে ১৫ হাজার প্রতিদিন। এর পর ফের আক্রান্তের গ্রাফ এক ধাক্কায় কমবে। জুনের ১৪ তারিখে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক হিসেব হবে ১ হাজার। এই গবেষকদের দাবি অনুযায়ী জুলাইয়ের ১৫ তারিখে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০০-র কম হবে। এই গবেষণার রিপোর্ট তাঁরা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছে। যদিও এই গবেষণার মধ্যে তাঁরা তৃত্বীয় ঢেউ এলে কি হবে তা গবেষণা করেনি। লকডাউন বা ভ্যাকসিনেশনের প্রভাবকেও গবেষণার আওতায় রাখা হয়নি। যদি সত্যি হয় এই গবেষণা তবে এই করোনার দ্বিতীয় ঢেউ ফের সামলে ওঠা সম্ভব হবে। কিন্তু তার জন্য লকডাউন না অন্য কোনও পথে হাঁটতে হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি এই গবেষণা থেকে। তবুও আশা জাগাচ্ছে এই গবেষণার রিপোর্ট।