TRENDING:

ফোনে শেষবার হায়দরাবাদের গণধর্ষিতা যা বলেছিলেন বোনকে...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: হায়দরাবাদ গণধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ শুরু হয়েছে দেশজুড়ে৷ ঘটনার বীভৎসতা ফিরিয়ে এনেছে দিল্লি গণধর্ষণের স্মৃতি৷ ফুঁসছে দেশবাসী৷ অভিযুক্তদের তীব্র শাস্তির দাবি জানাচ্ছেন সকলে৷ ধর্ষণের আগে বোনের সঙ্গে ফোনে কথা হয় নির্যাতিতার৷ তখন তিনি বলেন যে ফাঁকা রাস্তায় চারটি ছেলেকে দেখতে পেয়ে তার ভয় লাগছে৷ শেষবার আর যা যা কথা হয় ফোনে, ভেবেই ডুকরে কেঁদে উঠছেন ধর্ষিতার বোন৷
advertisement

তিনি আরও জানিয়েছেন যে শেষবার ফোনে তাদের কী কী কথা হয়েছিল৷ তিনি জানান যে দিদি রাত ৯.২০ নাগাদ ফোন করে বলেন যে তার গাড়ির টায়ার পাংচার হয়েছে৷ যারা সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন তারাও বেশ সন্দেহভাজন বলেই বলেছিলেন তার দিদি৷ বোন জানিয়েছেন যে ফোন না কাটতে বলেন তিনি, তবে চার্জ না থাকায় ফোনটি কেটে যায়৷ এতেই আক্ষেপ করেন নির্যাতিতার বোন৷

advertisement

আরও পড়ুনআমার মেয়ের মতো নয়, হায়দরাবাদের তরুণী তাড়াতাড়ি ন্যায় পাক,বলছেন নির্ভয়ার মা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপরের পুরো ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ৷ ২৯শে নভেম্বর হায়দরাবাদের রাস্তায় উদ্ধার হয় দগ্ধ তরুণীর দেহ৷ তাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠৈছে৷ এরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং ৪জনকে গ্রেফতার করা হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/
ফোনে শেষবার হায়দরাবাদের গণধর্ষিতা যা বলেছিলেন বোনকে...