TRENDING:

‘‘দের আয়ে দুরুস্ত আয়ে...’’ হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে মত জয়া বচ্চনের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হায়দরাবাদে গণধর্ষণ-খুনে নিহত চার অভিযুক্তই। শুক্রবার ভোরবেলায় পুলিশের এনকাউন্টার। যেখানে নির্যাতিতার মরদেহ পোড়ায় অভিযুক্তরা সেখানেই তারা পুলিশের উপর চড়াও হয়। পাল্টা গুলিতে মৃত্যু হয় চার অভিযুক্তের।
advertisement

সাবাশ তেলেঙ্গনা পুলিশ। হায়দরাবাদ এনকাউন্টারের পর বলিউড থেকে টলিউড-সবার মুখে একটাই কথা। সোশাল মিডিয়াতেও পুলিশের জয়গান। তারই মাঝে কেউ কেউ প্রশ্ন তুলছেন এনকাউন্টার নিয়ে। প্রশ্ন তুলছেন, নির্যাতিতা আদৌ বিচার পেলেন কিনা। হায়দরাবাদের ঘটনার পর রাজ্যসভায় অভিযুক্তদের নিয়ে সোচ্চার হয়েছিলেন জয়া বচ্চন ৷ সরাসরি বলেছিলেন, দোষীদের জনতার হাতে তুলে দেওয়া উচিৎ ৷ ‘‘আমার মনে হয় এখন সময় এসেছে ... নির্ভয়া হোক, কাঠুয়া হোক বা তেলেঙ্গনা, জনগণ চায় এই বিষয়ে সরকার একটি যথাযথ এবং সুনির্দিষ্ট জবাব দিক ৷ ধর্ষকদের জনসমক্ষে পিটিয়ে মারা উচিৎ ৷ ’’ ক্ষুব্ধ জয়া বচ্চনকে এই কথা বলতে শোনা যায় রাজ্যসভার অধিবেশনে ৷ জয়া বচ্চন এদিন অভিযুক্তদের এনকাউন্টার সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘‘দের আয়ে দুরুস্ত আয়ে।'' অর্থাৎ দেরিতে হলেও এটা ঘটল এটাই ভাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
‘‘দের আয়ে দুরুস্ত আয়ে...’’ হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে মত জয়া বচ্চনের