দুই সেনা জওয়ান জওয়ান পরমজিৎ সিং আর প্রেম সাগরকে খুনের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এবার কূটনৈতিকভাবে ইসলামাবাদের উপর চাপ বাড়ানোর কৌশল নিল নয়াদিল্লি।এদিন পাক হাই কমিশনার আবদুল বাসিতকে ডেকে পাঠান বিদেশসিচব এস জয়শঙ্কর। জওয়ান খুনের ঘটনায় পাক সেনার জড়িত থাকার প্রমাণ দেওয়া হয়েছে বাসিতকে।
'জড়িত পাক সেনাই'
advertisement
- নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকেছিল হামলাকারীরা
- হামলার পর পাকিস্তানেই ফিরে যায় আততায়ীরা
- সীমান্তের ওপার থেকে হামলাকারীদের সাহায্য করা হয়েছিল
- নিহত ভারতীয় জওয়ানদের রক্তের নমুনা পাওয়া গিয়েছে
- রক্তের নমুনা আর রোজা নালায় রক্তের ছাপ প্রমাণ দিচ্ছে হত্যাকারীরা এলওসি টপকে ভারতে ঢোকে
দ্রুত খুনি পাক সেনাদের শান্তির দাবি জানিয়েছে নয়াদিল্লি। তবে এই বিষয় নিয়ে মুখ খোলেননি বাসিত। ইতিমধ্যেই সেনার চাপে নিজের দেশে কোণঠাসা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার তার উপর কূটনৈতিক চাপ বাড়িয়ে আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করার কৌশল নয়াদিল্লির।