১. মন্দিরে দান- বহু মানুষ মন্দিরে দান করে তাদের কালো টাকা সাদা করে নিয়েছেন ৷ মন্দির কর্তৃপক্ষ এই টাকাগুলোকে বেনামি ডোনেশন হিসেবে দেখিয়ে থাকে ৷
২. গরীব মানুষের ব্যবহার করে তাদের দিয়ে কালো টাকা বদলেছেন অনেকে৷ গরীবের খাতায় সেটি জমা হয়েছে ৷ এবং পরে সেটি সাদা টাকা হিসেবে তুলে তা ফেরত দিয়ে দিয়েছেন ৷ অবশ্য এর জন্য তাদের কিছু কমিশনও দেওয়া হয়েছে ৷
advertisement
৩. এই সময় বিপুল অঙ্কে গরীব মানুষদের লোন দিয়েছেন অনেকেই ৷ এই লোন পরে সাদা টাকা হিসেবে তারা ফেরত পেয়েছেন ৷
৪. নোটবন্দির পর আচমকা জন ধন অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা পড়তে থাকে ৷ ব্যবসায়ীরা ও কালো টাকার মালিকরা জনধন অ্যাকাউন্ট রয়েছে এমন ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা জমা রেখে সেগুলি সাদা টাকায় পরিণত করে নিয়েছেন ৷
৫. নোটবন্দির পর ব্যাঙ্ক মাফিয়াদের রমারমা ৷ ১৫ থেকে ৮০ শতাংশ কমিশন নিয়ে তারা কালো টাকা সাদা করতে সাহায্য করেছে বিভিন্ন উপায়ে ৷
৬. কালো টাকা সাদা করতে কর্মচারীদের অ্যাডভান্স স্যালারি দিতে শুরু করেন কালো টাকার মালিকরা ৷ ৩ মাস থেকে ১২ মাস পর্যন্ত অ্যাডবান্স স্যালারি দেওয়া হয়েছে ৷
৭. ট্রেন টিকিটের বুকিং ও ক্যানসেলেশন- ১৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোট ট্রেন বুকিংয়ের জন্য জমা নেওয়া হচ্ছিল ৷ এই অপব্যবহার করতে শুরু করেন অনেকেই ৷ টিকিট বুক করে পরে তা ক্যান্সেল করে দিয়ে কালো টাকা সাদা করে নিয়েছেন অনেকেই ৷
৮. কালো টাকা দিয়ে প্রচুর পরিমাণ সোনা কিনে অনেকেই কালো টাকা সাদা করেছেন ৷
৯. রাজনৈতিক দলেও অনেকে কালো টাকা ডোনেট করে তা সাদা করে নিয়েছেন ৷