:
ঘরে পৌঁছে কুমীরটিকে কীভাবে বার করল বন দফতরের কর্মীরা সেই আতঙ্কের ভিডিও এই মুহূর্তে ভাইরাল (Viral Video)৷ নিউজ ১৮ আপনাদের সেই ভিডিও দেখাল৷ যাতে পরিষ্কার দেখা গেছে কীরকম বড় বড় মাছ , নদীর কিনারায় চরতে থাকা পশুদের অনায়াসে খেয়ে নেয় সেরকম সাইজের কুমীর ঢুকেছিল ঘরে৷ আর ছোট্ট ঘরের মধ্যে ঢুকে পড়ে সেও বাইরে বার হওয়ার জন্যে ছটফট করছিল৷ প্রায় ৮ ফুটের লম্বা ছিল কুমীরটি৷ তার সেই ছটফটের জের বনকর্মীদের আরও অসুবিধা হচ্ছিল তাকে ধরতে৷
advertisement
এই ঘটনা সোওয়াই মাধোপুর জেলার বাকয়া বহরাবণ্ডা খুর্দ কসবার নিউ কলোনির৷ কুমীরের ঢুকে পড়ার ঘটনায় গোটা বাড়িতে চাঞ্চল্য তৈরি হয়েছে৷ এরপরেই দ্রুত বাড়ির লোকেরা বন দফতরের আধিকারিকদের খবর দেন৷ সেখানে বন দফতরের পুরো দল সেখানে পৌঁছে যায়৷ ২ ঘণ্টার লাগাতার চেষ্টার পর কুমীরটিকে উদ্ধার করা হয়৷
ঘরের কাছাকাছি একটি পুকুর রয়েছে৷ বৃষ্টির কারণে সেখান থেকেই কোনও ভাবে জলের ধারার সঙ্গে বাড়ির উঠোনে ঢুকে পড়েছিল৷ উদ্ধারকারী দল সেখানে পৌঁছে তারপর লম্বা চেষ্টার পর সেই কুমীরটিকে উদ্ধার করা হয়৷ একদিকে যেমন সকলেই ভয় পাচ্ছিল কুমীরটিকে তেমনিই সেই প্রাণীটিও ওই ছোট জায়গার মধ্যে আটকা পড়ে হাঁসফাঁস করছিল৷ এর আগেও অনেক সময় কুমীর লোকালয়ে ঢুকে পড়েছে হলেও এবারের মতো ঘরের মধ্যেই কুমীরের ঢুকে পড়ার ঘটনা আরও বেশি ভয়ঙ্কর৷