TRENDING:

আতঙ্কের চোরাস্রোতে থরহরি কম্প, বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে গেল কুমীর, দেখুন ভিডিও

Last Updated:

বাপ রে বাপ! কী কাণ্ড চোখে দেখলাম এখনও বিশ্বাস করতে পারছেন না মানুষজন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: বৃষ্টির মধ্যে অনেক জায়গাতেই অনেকের বাড়িতে কিছু ঢুকে পড়ে৷ কখনও কোন পোকামাকড়, ব্যাঙ, কখনও আবার সাপ-বিছে৷ কিন্তু যদি জলে বাস করা কুমীর ঢুকে পড়ে তাহলে কি হতে পারে? এরকম কখনও হতে পারে দুঃস্বপ্নেও ভাবতে পারেন না, তাই হয়েছে৷ ঘটনাটি ঘটেছে সোওয়াই মাধোপুরা জেলায়৷ দেখে ঘরের মানুষজন অজ্ঞান হওয়ার উপক্রম৷ দ্রুত খবর দেওয়া হয় বন দফতরে৷ বনকর্মীরা যখন ওই কুমীরকে উদ্ধার করার জন্য পৌঁছয় তখনও তার কীর্তি কলাপ দেখে আতঙ্কিত হয়ে ওঠে সকলেই৷
advertisement

:

ঘরে পৌঁছে কুমীরটিকে কীভাবে বার করল বন দফতরের কর্মীরা সেই আতঙ্কের ভিডিও এই মুহূর্তে ভাইরাল (Viral Video)৷  নিউজ ১৮ আপনাদের সেই ভিডিও দেখাল৷ যাতে পরিষ্কার দেখা গেছে কীরকম বড় বড় মাছ , নদীর কিনারায় চরতে থাকা পশুদের অনায়াসে খেয়ে নেয় সেরকম সাইজের কুমীর ঢুকেছিল ঘরে৷ আর ছোট্ট ঘরের মধ্যে ঢুকে পড়ে সেও বাইরে বার হওয়ার জন্যে ছটফট করছিল৷ প্রায় ৮ ফুটের লম্বা ছিল কুমীরটি৷ তার সেই ছটফটের জের বনকর্মীদের আরও অসুবিধা হচ্ছিল তাকে ধরতে৷

advertisement

এই ঘটনা সোওয়াই মাধোপুর জেলার বাকয়া বহরাবণ্ডা খুর্দ কসবার নিউ কলোনির৷ কুমীরের ঢুকে পড়ার ঘটনায় গোটা বাড়িতে  চাঞ্চল্য তৈরি হয়েছে৷ এরপরেই দ্রুত বাড়ির লোকেরা বন দফতরের আধিকারিকদের খবর দেন৷ সেখানে বন দফতরের পুরো দল সেখানে পৌঁছে যায়৷ ২ ঘণ্টার লাগাতার চেষ্টার পর কুমীরটিকে উদ্ধার করা হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

ঘরের কাছাকাছি একটি পুকুর রয়েছে৷ বৃষ্টির কারণে সেখান থেকেই কোনও ভাবে জলের ধারার সঙ্গে বাড়ির উঠোনে ঢুকে পড়েছিল৷ উদ্ধারকারী দল সেখানে পৌঁছে তারপর লম্বা চেষ্টার পর সেই কুমীরটিকে উদ্ধার করা হয়৷ একদিকে যেমন সকলেই ভয় পাচ্ছিল কুমীরটিকে তেমনিই সেই প্রাণীটিও ওই ছোট জায়গার মধ্যে আটকা পড়ে হাঁসফাঁস করছিল৷ এর আগেও অনেক সময় কুমীর লোকালয়ে ঢুকে পড়েছে হলেও এবারের মতো ঘরের মধ্যেই কুমীরের ঢুকে পড়ার ঘটনা আরও বেশি ভয়ঙ্কর৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আতঙ্কের চোরাস্রোতে থরহরি কম্প, বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে গেল কুমীর, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল