এদিন, সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, কেন্দ্রের তরফে সংক্ষিপ্ত জবাব ৭ দিনের মধ্যে দাখিল করা হবে এবং পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত কোনও নিয়োগ হবে না। প্রধান বিচারপতির বেঞ্চ এদিন জানিয়ে দেয়, পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত যেসব সম্পত্তি ওয়াক্ফ-বাই-ইউজার হিসেবে নিবন্ধিত বা নোটিফিকেশনের মাধ্যমে ঘোষিত হয়েছে, তাদের চরিত্র পরিবর্তিত হবে না। এর পরে ৫ দিনের মধ্যে পাল্টা জবাব (rejoinder) দাখিল করতে হবে।
advertisement
আরও পড়ুন: ১ মে থেকে বাংলাদেশিরা খাবে কী! ইউনূসের জমানায় এমন ঘটনা ঘটতে চলেছে, হাহাকার লেগে যাবে গোটা দেশে
সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুধু ৫টি আবেদনেরই শুনানি হবে। অন্যান্য রিট পিটিশনগুলোকে আবেদনপত্র (Applications) হিসেবে বিবেচনা করা হবে অথবা নিষ্পত্তি হয়েছে বলে গণ্য করা হবে।
সুপ্রিম কোর্টের আপাতত নির্দেশ, ১৯৯৫ সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনও বদল ঘটানো যাবে না। পাশাপাশি, নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও। প্রধান বিচারপতি বলেন, ”কিছু ভাল দিক অবশ্যই রয়েছে। তবে পরিস্থিতি বদলে যাক, চাই না।’’