TRENDING:

Waqf Act Supreme Court Hearing: ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে কোনও বদল নয়! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, আপাতত বোর্ডে নিয়োগও নয়

Last Updated:

Waqf Act Supreme Court Hearing: সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, কেন্দ্রের তরফে সংক্ষিপ্ত জবাব ৭ দিনের মধ্যে দাখিল করা হবে এবং পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত কোনও নিয়োগ হবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ওয়াকফ বোর্ডে যদি অমুসলিম সদস্যরা সুযোগ পান, সেক্ষেত্রে কি হিন্দুদের দান করা সম্পত্তির পরিচালন পর্ষদে মুসলিমরা সুযোগ পাবেন? বুধবার সংশোধিত ওয়াকফ আইনের বৈধতা সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্নই তুলেছিল সুপ্রিম কোর্ট৷ যদিও কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নতুন ওয়াকফ আইনটি অনেক বেশি সার্বজনীন৷ সেখানে শিয়া এবং সুন্নি বাদেও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি রাখার সুযোগ দেওয়া হয়েছে৷ কিন্তু এদিন ওয়াকফ শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং পর্ষদে নিয়োগ করা যাবে না। এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের।
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
advertisement

এদিন, সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, কেন্দ্রের তরফে সংক্ষিপ্ত জবাব ৭ দিনের মধ্যে দাখিল করা হবে এবং পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত কোনও নিয়োগ হবে না। প্রধান বিচারপতির বেঞ্চ এদিন জানিয়ে দেয়, পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত যেসব সম্পত্তি ওয়াক্‌ফ-বাই-ইউজার হিসেবে নিবন্ধিত বা নোটিফিকেশনের মাধ্যমে ঘোষিত হয়েছে, তাদের চরিত্র পরিবর্তিত হবে না। এর পরে ৫ দিনের মধ্যে পাল্টা জবাব (rejoinder) দাখিল করতে হবে।

advertisement

আরও পড়ুন: ১ মে থেকে বাংলাদেশিরা খাবে কী! ইউনূসের জমানায় এমন ঘটনা ঘটতে চলেছে, হাহাকার লেগে যাবে গোটা দেশে

সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুধু ৫টি আবেদনেরই শুনানি হবে। অন্যান্য রিট পিটিশনগুলোকে আবেদনপত্র (Applications) হিসেবে বিবেচনা করা হবে অথবা নিষ্পত্তি হয়েছে বলে গণ্য করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

সুপ্রিম কোর্টের আপাতত নির্দেশ, ১৯৯৫ সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনও বদল ঘটানো যাবে না। পাশাপাশি, নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও। প্রধান বিচারপতি বলেন, ”কিছু ভাল দিক অবশ্যই রয়েছে। তবে পরিস্থিতি বদলে যাক, চাই না।’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Waqf Act Supreme Court Hearing: ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে কোনও বদল নয়! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, আপাতত বোর্ডে নিয়োগও নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল