TRENDING:

কিকি চ্যালেঞ্জ রুখতে এবার পথে নামলেন স্বয়ং ‘যমরাজ’ ! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: গোটা বিশ্বই এখন কিকি চ্যালেঞ্জ জ্বরে ভুগছে ৷ সোশ্যাল মিডিয়ায় এই চ্যালেঞ্জ ভাইরাল হওয়ার পর এখন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই মেতেছেন এই চ্যালেঞ্জে ৷ মুম্বই পুলিশ এই নিয়ে সম্প্রতি ট্যুইটারে সতর্কবার্তা জানিয়েছে ৷ গোটা দেশেই পুলিশের পক্ষ থেকে কিকি রুখতে নানা প্রচার চালিয়েও তাতে কোনও ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের ৷ গোটা দেশজুড়েই কিকি চ্যালেঞ্জ নিয়ে নানা সচেতনতামূলক প্রচার চালিয়েও বিশেষ কোনও লাভ হচ্ছে না ৷ এবার তাই পথে নামলেন স্বয়ং ‘যমরাজ’ ৷
advertisement

কিকি চ্যালেঞ্জ রুখতে যখন কোনও কিছুই কাজে দিচ্ছে না ৷ তখন এগিয়ে এলেন এই যমরাজ ৷ ভিডিওতে দেখা যাচ্ছে  বেঙ্গালুরুর এক রেডিও জকি শ্রীরাম কিকি চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করতে যাচ্ছেন, ঠিক সেই সময় তাঁকে এসে আটকাচ্ছেন যমরাজ ৷ বেঙ্গালুরুতে সাধারণত পুলিশ যমরাজ বা গণেশের বাণী পথ সচেতনতা বাড়ানোর কাজে ব্যবহার করে থাকে ৷ এবার তাই কিকি রুখতেও এই অভিনব উপায় নেওয়া হল ৷

advertisement

কিকি দুর্ঘটনা এড়াতেই এই  ভিডিও। ওই রেডিও জকি নিজের ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন একটি অ্যান্টি কিকি ভিডিও, যেখানে দেখানো হচ্ছে কিকি-তে মত্ত রেডিও জকিকে শিক্ষা দিতে হাজির স্বয়ং যমরাজ। কিকি রুখতে বেঙ্গালুরুর রাস্তায় কীভাবে এগিয়ে এলেন যমরাজ ৷  দেখে নিন সেই ভিডিও ৷ 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কিকি চ্যালেঞ্জ রুখতে এবার পথে নামলেন স্বয়ং ‘যমরাজ’ ! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়