TRENDING:

ভোপালের ভয়াবহ স্মৃতি এবার বিশাখাপত্তনমে, কেমিক্যাল প্লান্টের গ্যাস লিক করে মৃত ১১

Last Updated:

অসুস্থদের মাথা যন্ত্রণা, বমি ভাব ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিশাখাপত্তনম: ফিরে এল ভোপাল গ্যাস দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি ৷ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর আর ভেঙ্কটপুরমে এলজি পলিমার্স ইন্ডাস্ট্রির কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হল ১০ জনের ৷ পাশাপাশি অসুস্থ ২০০-র বেশি মানুষ ৷ মৃতদের মধ্যে একটি ৮ বছরের শিশুকন্যাও রয়েছে ৷ রাত ২টো ৩০ মিনিট নাগাদ ওই কেমিক্যাল প্লান্ট থেকে গ্যাস লিক করার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২০ জন ৷ ৩ জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে ৷ বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷
advertisement

advertisement

স্থানীয়দের অভিযোগ, গ্যাস লিক শুরু হওয়ার পর থেকেই তাঁদের চোখে জ্বলে যাওয়ার মতো অনুভূতি হতে শুরু করে। লকডাউনের মধ্যেও তাই আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন অনেকেই। তবে রাস্তায় যাতে কেউ না বেরোন, সে ব্যাপারে মানুষকে সতর্ক করে ট্যুইট করে গ্রেটার বিশাখাপত্তনম পুরসভা। গ্যাস লিক শুরু হওয়ার পরেই ঘটনাস্থলে এবং তার কাছাকাছি এলাকায় পুলিশ, অ্যাম্বুল্যান্স আর দমকল পৌঁছে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গুরুতর অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন বহু মানুষ। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের এই শহরে।

বাংলা খবর/ খবর/দেশ/
ভোপালের ভয়াবহ স্মৃতি এবার বিশাখাপত্তনমে, কেমিক্যাল প্লান্টের গ্যাস লিক করে মৃত ১১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল