TRENDING:

Viral Video: সংসার চালাতে দুধের সন্তানকে কোলে রিকশা চালাচ্ছেন মা, ভাইরাল ভিডিওতে নেটিজেনদের চোখে জল

Last Updated:

Viral Video: সন্তানকে কোলে নিয়ে অপেক্ষা করছেন চালক। তার পর সওয়ারি বসার পর তিনি সন্তানকে কোলে নিয়েই রিকশ চালাতে শুরু করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সংসারের হাল ধরতে তরুণীকে রিকশা চালাতে হচ্ছে। একইসঙ্গে তিনি মা-ও। তাই সন্তানের দায়িত্ব তাঁরই উপর। বাড়িতে কেউ নেই সন্তানকে দেখভাল করার। বাধ্য হয়ে দুধের শিশুকে নিয়েই রিকশাচালক মা অপেক্ষা করছেন সওয়ারির। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে ই-রিকশা স্ট্যান্ডে সন্তানকে কোলে নিয়ে অপেক্ষা করছেন চালক। তার পর সওয়ারি বসার পর তিনি সন্তানকে কোলে নিয়েই রিকশ চালাতে শুরু করলেন।
তাঁরা কুর্নিশ জানিয়েছেন মাতৃশক্তিকে
তাঁরা কুর্নিশ জানিয়েছেন মাতৃশক্তিকে
advertisement

এই ভিডিও কোথাকার বা মহিলার পরিচয় কোনও কিছুই জানা যায়নি। তাঁকে দেখে নেটিজেনরা অভিভূত। তাঁরা কুর্নিশ জানিয়েছেন মাতৃশক্তিকে। হৃদয়বিদারক ভিডিও তাঁদের চোখে জল এনে দিয়েছে। তবে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন শিশুটির নিরাপত্তা নিয়েও।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি নয়ডায় আরও এক মহিলাকে দেখা গিয়েছে ই রিকশ চালাতে। চ‍ঞ্চল শর্মা নামে ওই তরুণীর শরীরে বাঁধা ছিল তাঁর সন্তান। স্বামী কোনও দায়িত্ব েনন না। তাই বাধ্য হয়েই রুজি রোজগারের জন্য এক বছরের সন্তানকে নিয়েই রিকশ চালাচ্ছেন ২৭ বছর বয়সি চ‍ঞ্চল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: সংসার চালাতে দুধের সন্তানকে কোলে রিকশা চালাচ্ছেন মা, ভাইরাল ভিডিওতে নেটিজেনদের চোখে জল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল